সংবাদদাতা, কাটোয়া : লুপ্তপ্রায় ডাকের সাজকে ফিরিয়ে আনছে বহরমপুরের (Baharampur- Daker Saaj) এক পুজো কমিটি। তাদের ৬৫ ফুট উচ্চতার দুর্গার ডাকের সাজ তৈরির বরাত পেয়েছেন শোলাশিল্পের জন্য খ্যাত মঙ্গলকোটের বনকাপাশি গ্রামের বাসিন্দা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী আশিস মালাকার। ৪০ ফুটের ডাকের সাজের আঁচলের পাসাপাশি আড়াই ফুট কানের দুল, সাড়ে ৩ ফুট ব্যাসের চুড়ি, ২ ফুটের টিকলি সবই হবে ডাকের সাজের। আশিস বলেন, ‘দুমাস আগে বরাত পেয়েছি। সাটিন কাপড়ের উপর আঁচল বসানো হচ্ছে। রাংতা-মোড়া চকচকে রুপোলি কাগজের উপর জরি, পুঁতি বসিয়ে তৈরি হচ্ছে মায়ের ডাকের সাজ।’ ডাকের সাজ (Baharampur- Daker Saaj) ব্যয়বহুল বলে অপেক্ষাকৃত কম দামের শোলার সাজ চলছে বাজারে। তবে রাজ্যের বেশ কিছু বারোয়ারি ও পারিবারিক পুজো ঐতিহ্যের ডাকের সাজ টিকিয়ে রেখেছে।