সংবাদদাতা, ওন্দা : প্রতিমা মানেই মাটি দিয়ে গড়তে হবে, কিংবা শিল্পসামগ্রী তৈরি করতে শোলা, কাপড়, থার্মোকল ইত্যাদি এটা-ওটা ব্যবহার করতে হবে, এমন ধারণার বিপরীতে থাকেন অঙ্কুর সামন্ত। বাঁকুড়া জেলার ওন্দা থানার বাসিন্দা, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। স্বাভাবিকভাবেই লোহালক্কড়, যন্ত্রপাতি নিয়ে কারবার।
আরও পড়ুন-মহাষষ্ঠী উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
অঙ্কুর বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অপ্রয়োজনীয় ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে শিল্প সৃষ্টি করে থাকেন। এবার তিনি গড়েছেন দুর্গাপ্রতিমা। ফেলে দেওয়া লোহার নাট, বল্টু, বিয়ারিং, স্ক্রু, পেরেক ইত্যাদি দিয়ে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী-সহ অঙ্কুরের যন্ত্রদুর্গা বোদ্ধাদের প্রশংসা পেয়েছে। গত বছর ঢালাইয়ের কালো পাথর দিয়ে দুর্গা বানিয়েও প্রশংসিত হয়েছিলেন। এর পাশাপাশি সূক্ষ্ম কাজের ক্ষেত্রেও নজর কেড়েছেন অঙ্কুর। ইতিমধ্যে তিনি পোস্তদানার ওপর জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস জায়গা করে নিয়েছেন।