জলপাইগুড়িতে বাতিল করা হল কার্নিভ্যাল

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে আট জনের মৃত্যু। ঘটনার পরই ব্যবস্থা নিল প্রশাসন। জলপাইগুড়ি জেলার কার্নিভাল (Durga Puja Carnival Jalpaiguri) বাতিল করল জেলা প্রশাসন। একদিকে শোকাহত গোটা জেলা, অন্যদিকে দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। মালবাজারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জেলা কার্নিভ্যাল বন্ধের সিন্ধান্ত নিল জেলা প্রশাসন। কোনও ভাবেই যাতে মাল বাজারের মতো ঘটনা না হয় সেই কারণেই এই সিন্ধান্ত। জলপাইগুড়ির করলা নদীতে মুলত বাবু ঘাটে বিসর্জন হত। কিন্তু এই বার কিংসাহেবের ঘাটে জেলা কার্নিভ্যালের (Durga Puja Carnival Jalpaiguri) ব্যবস্থা করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। ঘাট ঠিক থাকার পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হলেও মাল বাজারের ঘটনার পর কোনও ঝুঁকি নিতে চাইছে না জেলা প্রশাসন। কার্নিভ্যালে অংশগ্রহণকারী ক্লাবগুলির সঙ্গে এবং প্রশাসনের অন্যান্য বিভাগের সঙ্গে আলোচনা করে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু। শুক্রবারই জলপাইগুড়িতে দুর্গাপুজোর কার্নিভ্যাল হওয়ার কথা ছিল। কিন্তু মালবাজারের বিপর্যয়ের জেরে সেই কার্নিভ্যালে অংশ নিতে চায়নি একাধিক পুজো কমিটি। কদমতলা পুজো কমিটি তাদের এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দেয়। প্রশাসনও দফায় দফায় এনিয়ে বৈঠকে বসে। ময়নাগুড়ির পুরসভা এলাকার কার্নিভ্যালগুলিও বাতিল করা হয়েছে।

আরও পড়ুন-ঝাঁপ দিয়ে ১২ জনকে বাঁচালেন মানিক

Latest article