দুর্গোৎসবের বিদায়বেলাতেও উৎসব থামছে না শহরে। প্রতিমা বিসর্জনের পর এবার হিলকার্ট রোডে বসছে দুর্গাপুজো কার্নিভাল। আগামিকাল, শনিবার বিকেল থেকে রঙিন শোভাযাত্রায় (Durga Puja Carnival) জমে উঠবে শিলিগুড়ির রাস্তাঘাট। শুক্রবার সকালেই কার্নিভালের (Durga Puja Carnival) প্রস্তুতি খতিয়ে দেখতে হিলকার্ট রোডে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকারসহ প্রশাসনের একাধিক আধিকারিক। ট্রাফিক ও নিরাপত্তা থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণ—সব দিকেই নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা।
মেয়র জানান, নিরাপদ ও নির্ভুল এক উৎসবমুখর পরিবেশ উপহার দিতেই প্রশাসনের এই উদ্যোগ। এ বছর মোট ১২টি নামী পুজো কমিটি অংশ নেবে এই কার্নিভালে। প্রশাসনের পাশাপাশি পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, শুধু আনন্দ দেওয়াই নয়, শহরের শিল্পকলা ও সাংস্কৃতিক ঐতিহ্যকেও এক মঞ্চে তুলে ধরা এই কার্নিভালের উদ্দেশ্য। শনিবার সন্ধে নামতেই হিলকার্ট রোড জুড়ে প্রতিমার শোভাযাত্রা, ঢাকের বাদ্যি আর আলোকসজ্জায় ভরে উঠবে শহর। বিভিন্ন ক্লাবের থিম, কারুকার্য আর শিল্পকলার সমাহারে উৎসব পাবে নতুন মাত্রা। স্থানীয় শিল্পীরাও অংশ নেবেন সাংস্কৃতিক পরিবেশনায়।
আরও পড়ুন-রাজ্যকে না জানিয়ে ফের জল ছাড়ল DVC! বেপরোয়াকাজ গ্রহণযোগ্য নয় বলে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠকে বলেন, “শিলিগুড়ি কার্নিভাল এখন শহরের ঐতিহ্য। পুজোর আবেগকে আরও দীর্ঘায়িত করতেই এই উদ্যোগ। শহরবাসীর কাছে তাই বিসর্জনের পরেও উৎসব শেষ হচ্ছে না। ঢাকের তালে, আবিরের রঙে আর প্রতিমার শিল্পকলায় আবারও মেতে উঠবে শিলিগুড়ি।”