পুজো ফ্যাশনের হালহকিকত

পুজোর আর মাত্র হাতে-গোনা দিন বাকি। কেনাকাটা জোরকদমে। সবর্ত্র চলছে ফেস্টিভ অফার। কোনটা এ-বছর ইন। কোনটা হটেস্ট আইটেম। হালফ্যাশনের পোশাক, লেটেস্ট হেয়ার কাট, স্টাইলিং থেকে ট্রেন্ডিং মেকআপ, কেতাদুরস্ত জুতো— একঝলকে দেখে নেওয়া যাক ২০২৩-এর ফ্যাশন ট্রেন্ড। জানাচ্ছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

পুজো কেনাকাটা তুঙ্গে। দৌড়চ্ছে দিন আর হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে একের পর এক ফ্যাশন ট্রেন্ড। এখন সবার চোখ পুজো-২০২৩-এর দিকে। নতুন থিম, নতুন দুগ্গার সঙ্গে নিউলুক তো মাস্ট। এবছর পুজোর ফ্যাশন (Puja Fashion) ট্রেন্ড কী? কোনদিকে গড়িয়েছে পাবলিক ডিমান্ড, কী মেকআপ, কেমন হেয়ার কাট ট্রেন্ডে, কেমন হেয়ার স্টাইলিং— সর্বোপরি কেমন পোশাক। এগুলোই এখন টপলিস্টেড। উইক-এন্ডগুলোয় শুরু হয়ে গিয়েছে কেনাকাটি পর্ব। শপিং মলগুলোয় বেশ ভিড়, চারপাশে শুধুই অফারের ছড়াছড়ি। কোনটা এবছর পপুলার চয়েজ। জেনারেশন নেক্সটদের পছন্দের তালিকায় কোনটা ইন। সবমিলিয়ে জমজমাট পুজোর ট্রেন্ড কী একবার দেখে নেওয়া যাক।

ট্রেন্ডি পোশাক
তারকাদের পরনের প্রতিটা লেটেস্ট পোশাক সবসময় ফ্যাশন ট্রেন্ডকে সেট করে। এ বছর কমবয়সি থেকে মধ্যবয়সি সবার পছন্দের তালিকার একনম্বরে থাকবে সেই ট্রেন্ডটাই। বলিউডি ফ্যাশন কিন্তু পুজোর ফ্যাশন ট্রেন্ডকে প্রভাবিত করবে। তাই কটন কুর্তা উইথ কনট্রাস্ট কটন প্যান্ট, ফ্লেয়ারড প্যান্ট, মনোক্রম্যাটিক কো-অর্ড সেট, ফিউশন ফিয়েস্তা অর্থাৎ তারকাদের মিক্স অ্যান্ড ম্যাচ আউটফিট, আলিয়া ড্রেস এ-বছরের ট্রেন্ডিং।
প্রথমে আসি ওয়েস্টার্ন আর ইন্দো ওয়েস্টার্নে। পথেঘাটে একটু খেয়াল করলেই দেখতে পাওয়া যাচ্ছে ব্যাগি ডেনিম। কোনওটা খুব ফ্লেয়ার্ড, কোনটা একটু কম কিন্তু ঢোলা জিনসের জয়জয়কার এই বছর। সঙ্গে টিমড আপ করে ক্রপ টপ, শর্ট টপ, আবার ম্যাক্সি লুজ ফিট টপ ফাটাফাটি কম্বিনেশন।
গত বছরের মতো লং এবং শর্ট ড্রেস একইরকম ডিমান্ডে। শর্ট লেন্থ চাপা স্কার্ট একটু বিগ সাইজ টপ, স্লিম ফিটেড জিনসের সঙ্গে ব্যাগি লুজ বিগ সাইজ টপ ফ্যাশনে।

এয়ারপোর্ট লুক হোক বা ছবির প্রচার তারকাদের পরনে মনোক্রোমাটিক কো-অর্ড সেট এ-বছর মোটামুটি সবার কাছেই একটা পাওয়া যাবে। এই কো-অর্ড সেট হল টপ এবং ট্রাউজ়ার্স, দুটো একই নকশার, একই কাপড়ের। তবে টপের সঙ্গে যে সব সময়ে ট্রাউজ়ার্সই থাকতে হবে, তার কোনও মানে নেই। পালাজো, হাঁটু-ঝুল স্কার্ট, হট প্যা ন্ট কিংবা শরারাও থাকতে পারে। ডিজিটাল প্রিন্ট বা একরঙা ওয়ান পিসের চাহিদা রয়েছে। ডিজিটাল প্রিন্টের শার্ট পুরুষ এবং মহিলা দুইয়েরই এবার ট্রেন্ডে। স্মার্ট অ্যান্ড কমফর্টেবল প্রিন্টেড টপ এবং প্রিন্টেড পাজামা খুব চলবে। হাফ স্লিভ, ফুল স্লিভ, নুডল্‌স স্ট্র্যাপ, কাঁধখোলা, পাওয়ার শোল্ডার— বিভিন্ন ধরনের ওয়ান পিসের দেখা মিলবে।
এই বছর ফ্লোরাল প্রিন্ট ট্রেন্ডিং। ফ্লোরাল প্রিন্ট নট শার্ট উইথ প্যান্টস, ফ্লোরাল মিনি ড্রেস, এ লাইন ড্রেস, ফ্লোরাল প্রিন্ট স্মোক টপড ড্রেস, ফ্লোরাল এ লাইন টাই আপ নেক ড্রেস ট্রেন্ডে। জাম্পস্যু্ট নিয়ে ইদানীং মাতামাতি হলেও সত্তর দশকের বলিউডি ছবির হাত ধরেই কিন্তু এর পরিচিতি। জাম্পস্যুট এই বছর বেশ চাহিদায়।
এথনিক ওয়্যারে স্ট্রেট কুর্তি। চাইলে শর্ট কিংবা লং দু-ধরনের স্ট্রেট কুর্তির সঙ্গে পালাজো কিংবা লেগিংসের এবং ধোতি সালোয়ার টিমআপ করে ফেলুন। এথনিক কুর্তি আর কনট্রাস্ট প্যাটার্নের স্ট্রেট প্যান্ট স্টাইলের সালোয়ার প্যান্টস-এর কম্বিনেশন দেখতে পাওয়া যাবে।
পুজো মানেই শাড়ি। আট থেকে আশি একটা দিন শাড়ি পরবেনই। এই বছর পুজো মণ্ডপেই নয় শাড়ির আঁচল বা ব্লাউজের পিঠ কিংবা গলার নেকপিস— সর্বত্র জায়গা করে নিয়েছেন মা দুর্গা। বিশেষ করে লালপাড় সাদা-শাড়িতে মা দুর্গার ডাকের সাজ বা দেবদেবীর রঙিন চিত্রের বিগত বছরেই দারুণভাবে সাড়া ফেলেছিল এ-বছর সেই চাহিদা তুঙ্গে। বিশেষ করে সুতির লালপাড় সাদা-শাড়িতে দেবদেবীর মোটিফের ছড়াছড়ি। আপনিও চাইলে এমন একটি কালেকশন এবার পুজোয় আপনার কেনাকাটার তালিকায় রাখতে পারেন। ‘প্যাচওয়ার্ক’ বা এম্ব্রয়ডারড পিসের অ্যাপ্লিক ওয়ার্ক আলাদা করে পিঠে বসানো ব্লাউজ় ট্রেন্ডে। ব্লাউজের পিঠের ডিজাইন নিয়ে এবার চলবে প্রতিযোগিতা। কারটা বেশি এক্সক্লুসিভ।

আরও পড়ুন- ৩৫০ বছরের পুজোয় আজও অব্যাহত প্রাচীন রীতি

‘রকি ওউর রানি কী প্রেম কাহানি’ রিলিজের পর থেকেই রানি ওরফে আলিয়া ভাটের নানারঙের শিফন শাড়ি এবং কনট্রাস্ট প্রিন্টেড ব্লাউজ পুজোর সেরা বাছাইতে রেখেছেন অষ্টাদশীরা। আলিয়া ড্রেস হটেস্ট আইটেম। তবে বাজারে এগিয়ে রকি রণবীরের আনারকলি! শুধু মেয়েরাই নয়, পুরুষদের ফ্যাশনেও এবার ঢুকে পড়েছে আনারকলি চুড়িদার। ঘেরওয়ালা এই চুড়িদার ফ্যাশন-প্রেমীদের কিন্তু মন কেড়ে নিয়েছে। ব্লাউজে হাকোবা লেটেস্ট। গত বছরেই হাকোবার দেখা মিলেছিল, এ-বছর শুধু হাকোবা ব্লাউজ নয় হাকোবা ড্রেস ভীষণভাবে ট্রেন্ডিং। বোট নেক স্লিভলেস, করসেট স্লিভ, ক্যাব স্লিভের ড্রেস, ব্লাউজের চাহিদা তুঙ্গে।
আবার নতুন করে এ-বছর জামদানি ট্রেন্ডে। শুধু শাড়ি তো নয় জামদানির ড্রেস মেটিরিয়াল, জামদানি ড্রেস, ব্লাউজ, শার্ট— সবকিছু লেটেস্ট। প্রত্যেকেই পুজোর (Puja Fashion) একটা দিন জামদানির পোশাক বা শাড়ি বা ব্লাউজ পরবেনই। টিস্যু জামদানি, মসলিন জামদানি এ-বছরের ফ্যাশনে একনম্বরে। পাট্টু সিল্ক শাড়ি, টিস্যু সিল্ক, ও-পাড়া সিল্ক খুব চলবে।
দুর্গা পুজো (Puja Fashion) স্পেশাল শিউলি শাড়ি। যে-শাড়ির সারা গায় শিউলি ফুল এম্ব্রয়ডারি করে বসানো হয়েছে। এই শাড়ির দারুণ কাটতি। পিওর মসলিন শাড়ি ট্রেন্ডে। এম্ব্রয়ডারি ওয়ার্ক ২০২৩-এর পুজো মাতাবে। ইন্ডিগো এ-বছরের কালার। কী নারী কী পুরুষ সবার কালার প্যালেটে ইন্ডিগো থাকবেই। ইন্ডিগো কালারের ব্লক প্রিন্টেড, পিওর আজরখ বা আজরখ প্রিন্টের কটন শার্ট, কুর্তি, ড্রেস, জাম্পস্যুট, ব্লাউজ, শাড়ি, পাঞ্জাবি আজরাখ, শিবোরি ডাই পপুলার চয়েজের তালিকাভুক্ত হয়েছে ইতিমধ্যেই। খাদি কটনের একটা চিরাচরিত পপুলারিটি ছিল। খাদি কটনের শাড়ি, ব্লাউজ, ড্রেস, জাম্পস্যুট, টপ, ভীষণ ট্রেন্ডিং।

হেয়ার কাট ও স্টাইলিং
২০২৩-এ ট্রেন্ড সেট করবে অনেক কিছুই তার মধ্যে অন্যতম হল হেয়ার কাট, স্টাইল এবং কালার। একটা অন্য ট্রেন্ড দেখা যাচ্ছে এই বছর। বিগত বছরগুলোয় একদম সুইচওভার ফ্যাশন ট্রেন্ডে মেতেছিলেন ফ্যাশনপ্রেমীরা অর্থাৎ যাকে বলে ভোলবদল কিন্তু এবছর লুকটা এক রেখে লো-মেন্টেনেন্স ফ্যাশন বা স্টাইলিং-এর দিকে ঝুঁকছেন সবাই। আসলে কোভিড মানুষকে একটু হিসেবি করে দিয়েছে। মিনিমালিস্টিক অথচ ইউনিক সাজই এ-বছর ওভারঅল ফ্যাশনের আসল কথা। যদিও ব্যতিক্রম রয়েছে কারণ প্রত্যেকের পছন্দ আলাদা।
এ-বছর হেয়ার কাট ট্রেন্ডে রয়েছে টেক্সচারড লেয়ারস, ব্লান্ট কলারবোন কাট, বব কাটেরও বেশ কিছু নতুনত্ব দেখতে পাওয়া যাবে। কোনওটা চিকবোন কভার করবে তো কোনওটা কলারবোন। কার্লি হেয়ার ইন। কার্লি ক্লাসিক শ্যাগ, ওয়েভি শ্যাগ উইথ ফ্রিঞ্জ ইন। লেয়ারড কার্ভস ইন। একটু রেট্রো লুক পেতে চাইলে বাটারফ্লাই কাট, এ-ছাড়া শার্প শোল্ডার কাট ইন। লেয়ারসের ভেরিয়েশন দেখতে পাওয়া যাবে।
হেয়ার কালারে চকোলেট ক্যারামেল, স্ট্রবেরি ব্রাউন, রুবি রেড, ব্রাউনিশ চুলে লাইট রেডিশ ব্রাউন হাইলাইট, লাইট গোল্ডেন ব্রাউন হেয়ার কালারের সঙ্গে ওয়ার্ম ব্লন্ড হাইলাইট ইন। আর্দি কালার হিসেবে এ-বছর পপুলার হল মাশরুম ব্রাউন হেয়ার কালার।
স্টাইলিং তো ব্যক্তিত্বের পরিচয় দেয়। তাই এটা পার্সোনাল চয়েজ। তবে স্টাইলিংয়ের ক্ষেত্রে কমন ট্রেন্ড হল শর্ট হেয়ার ডু যেটা খুলে রাখা যায়। অথবা লাইট পনিটেল। বেশি হেয়ার ডু-এর দিকে ঝুঁকছেন না জেনারেশন এক্স, ওয়াই, জেড। সাবেকি সাজেও চুল বাঁধার বিষয়টা এখন আউট। বরং ক্যাজুয়াল ঘাড়-খোঁপা এবং কানের ঠিক পাশে একটা সুন্দর ফুল আটকে নিচ্ছেন তন্বীরা।

মেকওভার
গ্লিটার আই লিড, বোল্ড গ্রাফিক আইলাইনার এ-বছর পুজোর (Puja Fashion) লেটেস্ট আই মেক-আপ ট্রেন্ড। লিকুইড আইলাইনার এবং আইশ্যাডো এই ট্রেন্ডকে কমপ্লিমেন্ট করবে। একটা ড্রামাটিক লুক দেবে। সঙ্গে নিউড লিপ সবসময়ের চাহিদা। নিউড লিপ এনি টাইম ট্রেন্ডি।
আবার শিমারি বেস মেক ওভার সঙ্গে হাই শাইন গ্লসি ফিনিশ লিপ ২০২৩-এর হটেস্ট ট্রেন্ড। স্মোকি আইজ বা ডিফাইনড আই মেক-আপ দুটোই এই বছর মেক-আপ ট্রেন্ড৷ স্মোকি আইজ হলে কোহল পেন্সিল ব্যবহার করতে পারেন৷ আবার ডিফাইন্ড লুকে চোখের উপরের ফেল্ট টিপ আইলাইনার ট্রাই করুন, পেনের মতো দেখতে তাই ধরাও সহজ, আর আইলাইনও হবে সমান ও নিখুঁত। লিকুইড ও জেল আইলাইনার দুই-ই ইন। আইলাইনার পরার সময় ক্যাট আইড, কিটেন এফেক্ট বা ফ্লিকার্ড কর্নাই ট্রাই করুন। এ-পুজোয় (Puja Fashion) বাজার মাতাবে বোল্ড লিপস্টিক। নিয়ন পিঙ্ক, পার্পল অরেঞ্জ, রেড এই ধরনের শেডসের দেখা মিলবে। তবে হাই ডিফাইন আই মেক-আপের সঙ্গে নিউড লিপ সবসময় ট্রেন্ডে। হাইলি রিফ্লেক্টিভ শিমারিং শেড আইশ্যডো এ-বছর ট্রেন্ডে। একটু ন্যাচারাল ব্লারড ফিনিশ লুকও পছন্দের তালিকায় থাকবে।
মাল্টি ডায়মেনশনাল মেক আপ খুব চলবে এ-বছর। হাইপার শার্প আই ব্রাও। সফট প্যাস্টেল শেড মেটালিক শ্যাডো মিলিয়ে একটা দুর্দান্ত লুক পাবেন। এবার পুজোয় মেটালিক আইশ্যাডো ভীষণ পপুলার। জুয়েল টোনস, গোল্ড, সিলভার সবই চলতে পারে পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে।
তবে সকালবেলার মেকআপে মেটালিক আইশ্যাডো নয়, বেছে নিন প্যাস্টেল শেডস। অষ্টমীর রাতের জন্য তোলা থাক এই গর্জাস লুক। কালো আইলাইনারের চেয়ে কালার্ড আইলাইনার এবার ইয়াং জেনারেশনের মধ্যে খুব পপুলার। এক নিমেষে ব্রাইটনেস আনতে আইলাইনার দারুণ। গ্রে, স্মোকি অ্যাশ, এমারেল্ড গ্রিন, ডার্ক ও জুয়েল ব্লু, পার্পল— যেমনটা পছন্দ, তেমনটা বেছে নিতে পারেন। গতবারের মতো স্মোকি আইজ এবারে ইন। কালো আইশ্যাডো দিয়ে স্মোকি মেক-আপ না করে ট্রাই করুন নেভি টিন্টেড স্মোকি আই। নেভি টিন্টেড স্মোকি আইজের সঙ্গে সিরাম বেসড ফাইন্ডেশন ব্যবহার করুন। এতে একটা গ্লসি লুক আসবে ত্বকে। চোখের রিমে বা চোখের ওপরে অল্প নেভিরঙা কাজল লাগান, ঠোঁটে ক্লিয়ার গ্লস। দু-তিন কোট ভলিউম এনহ্যান্সিং মাসকারা মাস্ট। চোখের তলায় কাজল না পরে ওপরের পাতায় কোল লাগানো এবারের ট্রেন্ড। সঙ্গী হোক ক্লিয়ার গ্লস। ক্যাট আইজ মেকআপেও ব্যবহার করা যেতে পারে কালার্ড আইলাইনার বা কোল পেনসিল। চোখের নিচের পাতায় নেভি কোল আঁকুন। স্মাজার দিয়ে নিচের অংশ স্মাজ করে দিন।

কেতাদুরস্ত জুতো
পুজোয় (Puja Fashion) সবচেয়ে হিড়িক পড়ে জুতো কেনার। লম্বা লাইন জুতোর শোরুমে। কী ছেলে, কী মেয়ে, কী মহিলা কী পুরুষ— হাতভরা জুতোর প্যাকেট। প্রতিবছর দুর্গাপুজোর ঠিক আগের এ-যেন চেনা ছবি। সাজের মধ্যে মোস্ট ইমপর্টেন্ট অ্যাকসেসরি হল জুতো। কেতাদুরস্ত জুতো ছাড়া সাজ যেমন সম্পূর্ণ নয় আবার পুজোও ইনকমপ্লিট!
জুতোর ট্রেন্ডটাও বলিউডকেই ফলো করে তাই জিনস-টপ হোক বা ওয়ান পিস, স্কার্ট হোক বা কো-অর্ড— সব কিছুর সঙ্গেই এখন পায়ে স্নিকার্সের দেখা মিলছে। তারকাদের মতোই। দাম নিয়ে টেনশন নেই। অনলাইনের দৌলতে স্নিকার্সের দামটা হাতের মুঠোয়। নামী জুতোর শোরুমেও পুজোয় চলে ডিসকাউন্ট। এ-ছাড়া পশ্চিমি পোশাকের সঙ্গে এখন বুটস ভীষণ ‘ইন’। সিন্থেটিক লেদার মেটেরিয়ালেও লুক দেওয়া হচ্ছে খাঁটি চামড়ার মতো। ট্রাউজ়ার হোক বা ড্রেস বা লেংথ ফ্রক সব কিছুর সঙ্গে বেস্ট অপশন বুটস। ক্লাসিক স্টাইলের জন্য উডেন ক্লগস্টাইল স্যান্ডেল দারুণ অপশন। যে কোনও ওয়েস্টার্ন বা ইন্দো ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে।
ইন্দো-ওয়েস্টার্ন কুর্তি কিংবা সালোয়ার-কামিজের ফ্ল্যাট স্যান্ডেল কিংবা পা-ঢাকা ফ্ল্যাট বেলি শ্যু ট্রেন্ডিং। ওয়েজেস শ্যু, হিলসের একটা আলাদা কদর সবসময় থাকে। কোলাপুরি স্টাইল ফ্ল্যাট এথনিক চপ্পল, রাজস্থানি জুতি, মোজরি— এ-বছর ট্রেন্ডে। বেশি জমকালো জুতো পছন্দ না হলে ন্যুড কিংবা প্যাস্টেল শেডের জুতোও পেয়ে যাবেন সর্বত্র। রেনবোও ট্যাসেল স্যান্ডেল, কিটেন হিলস, ব্লিং শ্যু, ব্যালেরিনা, প্ল্যাটফর্ম হিলস, ফ্লিপ ফ্লপ স্যান্ডেল বেশ ট্রেন্ডিং।

Latest article