প্রতিবেদন : শারদোৎসবে মেতে উঠেছে বেলুড় মঠও (Durga Puja- Belur Math)। আজ মহাষষ্ঠীতে ভোরবেলায় দেবীর ঘট গঙ্গার জলে স্নান করিয়ে স্থাপন এবং ষষ্ঠীর কল্পারম্ভ হয়। সকাল সাতটা থেকে দশটা এবং সন্ধ্যায় ৬.২০ মিনিটে হবে স্বস্তির পূজা। করোনা পর্বের পর এবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বেলুড় মঠ। তাই দূরদূরান্ত থেকে অগণিত ভক্ত এবং বেলুড় মঠের দেবী দর্শনে দর্শক আসা শুরু করেছে। মহাষষ্ঠীতে কল্পারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো শুরু শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বেলুড় মঠে (Durga Puja- Belur Math)। ষষ্ঠীর সন্ধ্যায় হবে দেবীর বোধন। একইসঙ্গে চলবে আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান। এবছর বেলুড় মঠে দুর্গাপুজোর প্রতিটি দিনেই বিপুল ভক্তসমাগম হবে বলে মনে করছেন মঠ কর্তৃপক্ষ। সেই কারণেই নিরাপত্তায় বাড়তি নজরদারি শুরু হয়েছে। প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবছরও নিয়ম মেনে বেলুড় মঠে জন্মাষ্টমী তিথিতে, প্রথা মেনে দুর্গা প্রতিমার কাঠামো পুজো হয়। ফলে বেলুড় মঠে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছিল গত মাসেই। এরপর মহাষষ্ঠীর সকাল থেকেই অসংখ্য ভক্ত ভিড় জমাতে শুরু করেছেন বেলুড় মঠে। অতিমারি পর্ব কাটিয়ে দুর্গাপুজো দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
আরও পড়ুন-ধন্যবাদ জানিয়ে রাস্তায় তৃণমূল