জাতীয়

৯৬ বছর পর এই প্রথম মূর্তি তৈরি করে মায়ের আরাধনা

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: ৯৬ বছর পর নতুন ইতিহাস রচনা করতে চলেছে দিল্লির পাহাড়গঞ্জ রামকৃষ্ণ মিশন। প্রতিষ্ঠার এত বছর পর এই প্রথম দিল্লি রামকৃষ্ণ মিশনে দুর্গাপুজো (Durga Puja) হবে পূর্ণাঙ্গ প্রতিমায়। এতদিন সেখানে ঘটে পুজো হত এবং শুধুমাত্র অষ্টমীর দিনে সংক্ষিপ্তভাবে দুর্গার ছবিতে পুজো করা হত। সেই প্রথা ভেঙে এবারের দুর্গাপুজোয় মৃন্ময়ী প্রতিমার আবাহন করে নতুন পথচলা শুরু করতে চলেছে দিল্লির রামকৃষ্ণ মিশন। জন্মাষ্টমীতেই দুর্গাপ্রতিমার কাঠামো পুজো অনুষ্ঠিত হয়েছে এখানে। প্রথম প্রতিমা পুজোর আনন্দে রামকৃষ্ণ মিশনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপ বাঁধা এবং প্রতিমা তৈরির কাজ দ্রুতগতিতে হচ্ছে। চূড়ান্ত ব্যস্ততা আশ্রমের মহারাজদের মধ্যেও। দিল্লি রামকৃষ্ণ মিশনের সম্পাদক সর্বলোকানন্দ মহারাজ জানান, ভক্তদের অনুরোধ, উৎসাহ এবং ইচ্ছাতেই এবার মূর্তিপুজোর সূচনা হচ্ছে দিল্লির পাহাড়গঞ্জ রামকৃষ্ণ মিশনে।

আরও পড়ুন- তন্ত্রমতে দশ পুুরুষের পুজো আমতার গাজিপুরে

মিশনের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত ভক্তরা সকলেই নিজেদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তৈরি করা হচ্ছে দেবীর বেদি। মিশনের গেট দিয়ে ভিতরে ঢুকে বাঁ দিকে তৈরি করা হচ্ছে বেলুড়মঠের ধাঁচে এক চালার মৃন্ময়ী মূর্তি । বসিরহাটের শিকরা থেকে আসছেন পুজোর পুরোহিত। উল্লেখ্য, এই শিকরা গ্রামই স্বামী ব্রহ্মানন্দের জন্মস্থান। এছাড়াও বীরভূম থেকে আসছেন ঢাকিরা। পুজোর (Durga Puja) আনুষঙ্গিক অন্যান্য জিনিসপত্র আসছে কলকাতা থেকে। পুজোর চারদিন সবার জন্য ভোগ ও প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে। মিশনের সম্পাদক স্বামী সর্বলোকানন্দ মহারাজ জানান, রামকৃষ্ণ মঠ ও মিশনের মোট ১৯টি শাখায় বর্তমানে দুর্গোৎসব হয়। দিল্লির রামকৃষ্ণ মিশনের তরফে আমাদের অনেকদিনের ইচ্ছা ছিল দুর্গাপুজো করার। সম্প্রতি আমি রামকৃষ্ণ মিশনের এই শাখার সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরেই সেই সিদ্ধান্ত ত্বরান্বিত করতে পেরেছি। মহারাজ জানান, প্রতিমা পুজো শুরু করার সিদ্ধান্তের আগে বেলুড়মঠের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। খুব দ্রুত সেখান থেকে অনুমতি মেলে। মিশনের বক্তব্য, বাহ্যিক আড়ম্বর নয়। সকলের মধ্যে শুভশক্তির আবাহন করাই এখানকার পুজোর মাহাত্ম্য। স্বামী সর্বলোকানন্দ মহারাজের কথায়, দুর্গাপুজো রাজসিক পুজো। এই পুজোয় ঢাক, ঢোল, ভোগ খাওয়ানো, ধুমধামের পাশাপাশি ভক্তি-শ্রদ্ধা সহকারে দেবীর অর্চনা করা হয়। মহারাজ বলেন, সমাজে আসুরিক প্রবৃত্তি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে। সেই আসুরিক শক্তির বিনাশ করে শুভশক্তির আরাধনাই হবে মৃন্ময়ী মায়ের পুজোর মূল উদ্দেশ্য।

Jago Bangla

Recent Posts

SIR: সফটওয়ার ইনটেনসিভ রিগিং! সুপ্রিম নির্দেশের পরে কমিশনের স্বচ্ছ্বতার দাবিতে সরব তৃণমূল

“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…

9 minutes ago

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

40 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

60 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago