বঙ্গ

তন্ত্রমতে দশ পুুরুষের পুজো আমতার গাজিপুরে

সৌমালি বন্দ্যোপাধ্যায়: ৪২৭ বছর ধরে এখানে দুর্গাপুজো (Durga Puja 2023) হয় তন্ত্রমতে। আমতার গাজিপুরের চট্টোপাধ্যায় বাড়ির পুজোর এটাই বৈশিষ্ট্য। ১০ পুরুষ ধরে চলছে সেই ট্র্যাডিশন। পুকুরে ঘট ভেসে ওঠা নিয়ে এখানকার মানুষের মধ্যে রয়েছে এক অদ্ভুত বিশ্বাস। এখনও এই বাড়ির পুজোয় ছাগ বলি হয়। সপ্তমীতে ১টি, সন্ধিপুজোয় ২টি ও নবমীতে ৩টি মিলিয়ে মোট ৬টি ছাগবলি হয় পশ্চিম গাজিপুরের চট্টোপাধ্যায় বাড়ির পুজোয়।
জমিদার গুপীরমন চট্টোপাধ্যায় আমতার গাজিপুরে এই পুজোর (Durga Puja 2023) সূচনা করেন। তারপর ১০ পুরুষ ধরে নিরবিচ্ছিন্নভাবে একই নিয়ম ও রীতিতে হয়ে চলেছে চট্টোপাধ্যায় বাড়ির এই পুজো। একচালার সনাতনী মূর্তি। প্রতিবারই নতুন কাঠামোয় প্রতিমা তৈরি হয়। আমতারই থলিয়া গ্রামের কুমোর পরিবারের সদস্যরা বংশানুক্রমিকভাবে প্রতিমা তৈরি করছেন। চট্টোপাধ্যায় পরিবারের দুর্গা দালানেই হয় প্রতিমা গড়ার কাজ। ঢাকি, কামার এবং পুরোহিতও বংশানুক্রমিকভাবে চলছে। মায়ের ভোগ রান্না করেন পরিবারের স্ত্রীরা। বাড়ির মেয়েরা ভোগ রান্না করতে পারেন না। পঞ্জিকার সময় ধরে গ্রামেরই একটি পুকুরে প্রতিমা বিসর্জন হয়। সেই পুকুরে জন্মাষ্টমী থেকে মহালয়ার মাঝে পুজোর একটি ঘট ভেসে ওঠে। এবছর কৌশিকী অমাবস্যার দিন সেই ঘট ভেসে উঠেছিল। পরিবারের সদস্যরা বলছেন, দু-তিন দিন পরে সেই ঘট নিজে থেকেই মিলিয়ে যায়। ওই ঘট কোনও বছর ভাসতে না দেখা গেলে সেই বছর পরিবারে কোনও অমঙ্গল ঘটে বলে বাড়ির লোকেদের বিশ্বাস।
পরিবারের অন্যতম সদস্য সিদ্ধার্থ চট্টোপাধ্যায় জানালেন, মুঘল সম্রাট জাহাঙ্গিরের আমলে বর্ধমনের বাকনপাড়া গ্রামে আমাদের পরিবারের পুজো শুরু হয়েছিল। তারপর আমাদের পূর্বপুরুষরা উদয়নারায়ণপুরের দেবীপুরে চলে আসেন। সেখানে পুজো হত। এরপর জমিদারির কারণে আমতার পশ্চিম গাজিপুরে পাকাপাকিভাবে চলে আসেন আমাদের পূর্বপুরুষরা। সেখানে ৪২৭ বছর আগে গুপীরমন চট্টোপাধ্যায়ের হাত ধরে শুরু হওয়া পুজো আজও একইভাবে হয়ে চলেছে। গুপীরমন চট্টোপাধ্যায়ের আগে পুজোর তথ্য সম্বলিত ইতিহাসের পুঁথি অবশ্য ১৯৭৮ সালের বন্যায় ভেসে নষ্ট হয়ে গিয়েছে।

আরও পড়ুন- ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মৃত্যু ছাড়ালো ৪০০০!

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

52 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago