আন্তর্জাতিক

মেক্সিকোর মাটিতে সাবেকিয়ানার ছোঁয়া আটপৌরে সজ্জায় উমা

ইশিতা মাইতি, গুয়াদালাহারা (মেক্সিকো): সুদূর মেক্সিকোতেও শারদোৎসবের আমেজ। গুয়াদালাহারা দুর্গাপুজো কমিটির উদ্যোগে এটিই এই শহরের একমাত্র দুর্গাপুজো। তবে এই পুজোর বিশেষত্ব হল এখানে বাঙালিদের পাশাপাশি স্থানীয় মেক্সিকানদেরও সমান উপস্থিতি ও উৎসাহ। পুজোর আয়োজন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সর্বত্র এখানকার প্রবাসী বাঙালিরা দুর্গাপুজোয় মেতে থাকেন। অন্য ভাষা-সংস্কৃতির উৎসবকেও সাদরে আপন করে নেন। প্রবাসে বসে পাঁজি মেনে পুজো সম্ভব হয় না। তাই বেছে নেওয়া হয় কোনও একটি উইকএন্ড। এবার আমাদের পুজো ১৩ অক্টোবর রবিবার। এখন দিনরাত এক করে চলছে প্রতিমা আর মণ্ডপ সাজানোর কাজ— সাদা ফুল, সাদা চাঁদমালা এবং আঞ্চলিক মৃৎশিল্পীদের ভাস্কর্য দিয়ে। পুজো কমিটির সদস্য ইপ্সিতা, সৌরভ, অনিন্দিতা, ইন্দ্রনীল, উৎসব আর আমি এখন পুজোর কাজে চূড়ান্ত ব্যস্ত। দম ফেলার সময় নেই। মেক্সিকোর আকাশে শরতের মেঘের উপস্থিতি না থাকলেও পুজোর সময় চারপাশের আয়োজন ঘিরে মনে মনে আমরা সাজিয়ে তুলি একটুকরো বাংলাকে। ২০১৬ সাল থেকে শুরু হয়েছে এখানকার দুর্গাপুজো। মেক্সিকান শিল্পীর হাতেই তৈরি আমাদের সেরামিকের দুর্গাপ্রতিমা। ২০১৭ সালে প্রতিমার একটি ছবি এঁকে মেক্সিকান শিল্পীদের দেওয়া হয়। সেরামিক শিল্পীরা নিখুঁত হাতে তৈরি করেন সেই প্রতিমা। ওই প্রতিমার বিসর্জন হয় না। তিনি রয়েছেন এক প্রবাসী বাঙালি পরিবারে। সেখানে হয় নিত্যসেবা। অন্যান্যবারের মত এবারও প্রস্তুতি চলছে জোরকদমে। তবে এবছর আমরা সাবেকি পুজোর আয়োজন করছি। মেক্সিকোর স্থানীয় শিল্পীর দ্বারা নির্মিত এই দুর্গা প্রতিমা যেন অন্য এক সৌন্দর্য্য বহন করছে। গোলাপী শাড়িতে মোড়া ঝকঝকে উমার মূর্তি, বিদেশের মাটিতে ঠিক যেন, মরুভূমিতে মরুদ্যানের মতো। পুজোর এক মাস আগে থেকে শুরু হয়েছে তোড়জোড়। মেক্সিকোর প্রবাসী বাঙালিরা নিযুক্ত থাকেন এই পুজোর জোগাড়ে, এবছরও তার ব্যতিক্রম নেই। সপ্তাহ শেষে তারা জমায়েত হন এক জায়গায়, লক্ষ একটাই পুজোর আয়োজন, প্রতিমার সাজসজ্জা, মন্ডপ সাজানোর পরিকল্পনা, ইত্যাদি। শেষ বেলার কাজ চলছে জোরকদমে। মহড়া চলছে ধুনুচি নাচেরও। এর মধ্যেই অগ্রিম খুশির খবর, গ্লোবাল দুর্গা পূজা এক্সেলেন্স আওয়ার্ড ২০২৪ এর ‘সোশ্যাল আওয়ারনেস ওভারসিজ – বেস্ট ইনিশিয়েটিভ ইন হালিস্কো, মেক্সিকো’ ট্রফি উঠে এলো আমাদের হাতে। আমাদের মতে দুর্গাপূজোর মূল উদ্দেশ্য হল সবাইকে একত্রিত করা, মেলবন্ধন ঘটানো। এবং এই বিশ্বাসকেই বজায় রেখে আমরা প্রত্যেক বছর স্থানীয় মেক্সিকানদের নিয়েই পুজোর আয়োজন করি, প্রতিমা শিল্পী থেকে শুরু করে আমাদের সংকৃতিক অনুষ্ঠানেও সিংহভাগ অংশগ্রহণ মেক্সিকানদের। আমাদের এতদিনের প্রচেষ্টা এবার স্বীকৃতি পেল এই পুরস্কারের মধ্যে দিয়েই। জয় মা দুর্গা।

আরও পড়ুন: আইএফএ কর্তাদের ইস্তফা দাবি মোহনবাগানের

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago