অনুরাধা রায়: কলকাতা, রাজ্য পেরিয়ে পুজোয় থিমের ছোঁয়া মার্কিন মুলুকে। রাজবাড়ির আদলে মণ্ডপ। উমার আগমনে নিউজার্সি যেন একটুকরো বাংলা। প্রতিমা কুমোরটুলির। শিল্পী কৌশিক ঘোষ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করেছেন প্রতিমা। রাজবাড়ির ঝাঁকজমক প্রতিমার চালচিত্রে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী। ফাইবারের ঠাকুর। উচ্চতা ২০ ফুট, চওড়া প্রায় ৫০ ফুট। চালচিত্রে সোলার ওপর সোনালি পুঁতির নকশায় অসাধারণ কারুকাজ মুগ্ধ করেছে নিউজার্সির (New Jersey) বাসিন্দাদেরও। কৌশিকবাবু বলেন, ফাইবারের তৈরি প্রতিমা প্রতিবছর কুমোরটুলি থেকে ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে যায় বিদেশে। এবারেও ৩৭টি ঠাকুর বিদেশের নানা প্রান্তে গিয়েছে। ইউএসএ, কানাডা, জার্মানি, জাপান, রাশিয়া পাশাপাশি এবার প্রথম পর্তুগালের লিসবনে গেল কুমোরটুলির প্রতিমা। তবে নিউজার্সির (New Jersey) প্রতিমা এবার বিশেষ আকর্ষণ। রাজবাড়ির বৈশিষ্ট্য মাথায় রেখেই প্রতিমা তৈরি হয়েছে। গতবছর প্রায় ৬ বছর পর চিনে গিয়েছিলেন কুমোরটুলির প্রতিমা। শিল্পী জানালেন, গতবারের তুলনায় এবার ২-৩টি ঠাকুর বেশি গিয়েছে ভিন দেশে। বিদেশে চাহিদা বাড়ছে কুমোরটুলির ঠাকুরের এটা শিল্পীদের জন্য সুখবর এমনটাই জানালেন শিল্পী কৌশিক ঘোষ।
আরও পড়ুন- আড়াই লক্ষ বাড়িতে পুজো উপহার অভিষেকের