প্রতিবেদন : বাংলা বিরোধী বিজেপির নতুন চক্রান্তের শিকার রাজ্যের পুজো উদ্যোক্তারা। উত্সবের মুখে তাদের কাছে পৌঁছেছে ইনকাম ট্যাক্সের নোটিশ (Income Tax)। যা নিয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল কলকাতার পুজো উদ্যোক্তাদের সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে ফোরামের সাধারণ সম্পাদক শাশ্বত বসু সাফ জানিয়ে দেন, দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়—এর সঙ্গে জড়িয়ে প্রায় ৮০ হাজার কোটি টাকার অর্থনীতি। গোটা বাংলায় ৪৩ হাজার দুর্গাপুজো হয়, যার সঙ্গে যুক্ত অন্তত ২০ থেকে ২৫ লক্ষ মানুষ। পরিবার হিসেবে দেখলে প্রায় এক কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুজোর সঙ্গে জড়িয়ে থাকে। এটা বাংলার কাজ, বাংলার উৎসব, বাংলার জীবনযাত্রার অঙ্গ।
আরও পড়ুন-কৃত্রিম উপগ্রহ নিসার-এর অভিযানে বাংলার কৌশিক
এদিন নাম না-করে বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে শাশ্বত বলেন, কেউ কেউ বলেন বাংলায় নাকি দুর্গাপুজো হয় না! আবার ক’দিন আগে কেউ এসে বলে গেলেন ‘জয় মা দুর্ঘা’। আগে দুর্গাটা ঠিক করে বলতে শিখুন। বাঙালি তো ঘ মানে বোঝে ‘ঘা’। আপনারা তো বাঙালিকে ঘা দিয়েছেন—পুজোর আগে পুজো কমিটিগুলোকে ইনকাম ট্যাক্সের নোটিশ (Income Tax) পাঠিয়ে। এভাবে বাংলার দুর্গাপুজোকে ছোট করার চেষ্টা করবেন না। মঞ্চে দাঁড়িয়ে এই বক্তব্যকে সমর্থন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, আমি শাশ্বতর সঙ্গে একমত। অনেকেই বলে এখানে নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না। পুজোয় কেন সাহায্য করা হচ্ছে, তা নিয়ে কোর্টে চলে যায়। পুজো একটা উৎসব, আর এই পুজোয় কত শ্রমজীবী মানুষ কাজের সুযোগ পান, উপার্জন করেন—ওরা সেটা বোঝে না। মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের রাজ্যে দুর্গাপুজো শুধু ধর্মের নয়, এই উৎসব আমাদের অর্থনীতির চালিকাশক্তি। একজন প্রতিমাশিল্পী থেকে খাবারের দোকানদার, আলো-সজ্জার কারিগর থেকে নিরাপত্তারক্ষী—সকলের রুজিরুটি জড়িয়ে এই পুজোর সঙ্গে। পুজোয় উৎসবের আবহেই মুখ্যমন্ত্রী ও ফোরামের বার্তা—বাংলার সংস্কৃতিকে নিয়ে কোনও ‘ঘা’ চলবে না।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…