বেলুড়মঠে দুর্গাপুজোর ঢাকে কাঠি

দেশ জুড়ে পালিত হল জন্মষ্টমী। আর এই পূণ্য তিথিতেই বেলুড়মঠে দুর্গাপুজোর ঢাকে পড়ল কাঠি। শুরু হল দুর্গাপুজোর কাউন্টডাউন।

Must read

প্রতিবেদন : দেশ জুড়ে পালিত হল জন্মষ্টমী। আর এই পূণ্য তিথিতেই বেলুড়মঠে দুর্গাপুজোর ঢাকে পড়ল কাঠি। শুরু হল দুর্গাপুজোর কাউন্টডাউন। প্রতিবছরের মতো নিয়ম মেনে এ-বছরও প্রথা মেনে হল দুর্গা প্রতিমার কাঠামো পুজো। প্রথা মেনে প্রতিবছর দুর্গা প্রতিমার বিসর্জনের পর কাঠামো তুলে এনে রাখা হয়।

আরও পড়ুন-আজীবন সাহিত্য-স্বীকৃতি

তারপর জন্মাষ্টমীর দিনই পুজো করা হয় ওই পুরনো কাঠামোর। ঠিক একইভাবে বেলুড় মঠে শুক্রবার মন্দিরের মঙ্গলারতির পর কাঠামো পুজো করা হয়। সেইসঙ্গে শুরু হয় মণ্ডপ তৈরির কাজও। বাস্তবে বেলুড়মঠে আজ থেকেই শুরু হয়ে গেল দুর্গাপুজো। তবে শুধু বেলুড়মঠেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে জন্মাষ্টমীর পুণ্যতিথিতে খুঁটিপুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করা হয়। একাধিক পুজোর উদ্যোক্তারা এই দিনটিকেই খুঁটিপুজোর দিন হিসেবে বেছে নেন। অর্থাৎ সবমিলিয়ে রাজ্য জুড়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল।

Latest article