অকাল বোধন

ইউনেস্কোর স্বীকৃতি

Must read

প্রতিবেদন : ২৪ ঘণ্টা আগেই ইউনেস্কোর তরফে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই ঘোষণার খুশি তামাম বঙ্গবাসী। বাঙালির প্রাণের উৎসবের এই আন্তর্জাতিক স্বীকৃতিতে স্বভাবতই সবাই খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর আগে দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সরব হয়েছিলেন। এদিকে স্বীকৃতি মেলার পরই শহরের পুজো উদ্যোক্তাদের মধ্যেও আনন্দ ছড়িয়ে পড়েছে। তাঁরা এখন উৎসবের মেজাজে সেলিব্রেশনে মেতেছেন। এই আনন্দের আবহে বৃহস্পতিবার সকালে শহরে ফের দুর্গাপুজোর আয়োজন করে চমকে দিলেন কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল চক্রবর্তী। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের পাশাপাশি তিনি একটি বড় পুজোরও উদ্যোক্তা। সে পুজোয় এবার তিনিই ছিলেন থিমমেকার। তাঁর উদ্যোগে এদিন সকালে দুর্গাপুজোর আয়োজন হল উত্তর কলকাতার মুচিবাজারের গীতাঞ্জলি টাওয়ারে। এই ‘অকালবোধন’-এ শাস্ত্রীয় রীতি মেনে হল দুর্গাপুজো। দুর্গাপ্রতিমা থেকে ঢাকের আওয়াজ, ধুনুচি নাচ, বাদ গেল না পুজোর কোনও উপকরণই। পুরোহিতের মন্ত্রোচ্চারণে চলল মায়ের পুজো। তফাত একটাই, চারদিনের বদলে পুজো শেষ হল একদিনেই। পুজোকে কেন্দ্র করে বাসিন্দাদের উৎসাহ ছিল যথেষ্ট।

আরও পড়ুন-kanika Layek: ঝাড়খণ্ডের শ্যুটার আত্মঘাতী

Latest article