প্রতিবেদন : রাজ্যে দিঘার (Digha) জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হবে দুর্গাঙ্গন। শহিদ দিবসের ধর্মতলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এ কথা। এবার তা বাস্তবায়নের পথে। সোমবার রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন পেল এই প্রকল্প। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, দুর্গাঙ্গন তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করা হচ্ছে। ট্রাস্টের সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে। এই প্রকল্পে সহযোগিতা করবে হিডকো ও পর্যটন দফতর।
আরও পড়ুন-সাংসদদের সময় দিয়েও মিথ্যাচার কমিশনের, পুলিশের হামলায় আহত তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মিতালি এবং মহুয়া
তবে কোথায় এই দুর্গাঙ্গন তৈরি হবে, তা এখনও ঠিক হয়নি। মন্ত্রী জানান, সব কিছু চূড়ান্ত হওয়ার পর বাজেট নির্ধারণ করা হবে। অরূপ বিশ্বাসের কথায়, মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে দুর্গাঙ্গন হবে এবং সেটা হচ্ছেও। আমাদের মুখ্যমন্ত্রী যা বলেন, তাই করেন। শহিদ দিবসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, জগন্নাথধামের মতো দুর্গাঙ্গন তৈরি করব, যাতে মানুষ সারা বছর সেখানে আসতে পারেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইতিমধ্যেই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা, সেই সম্মানকে মর্যাদা দিতেই রাজ্যে হবে এই দুর্গাঙ্গন।