দুর্গাপুর বিমানবন্দর এবার পৌঁছে গেল উত্তরাখণ্ডে, ‘মা উড়ালপুল’কাণ্ডের পুনরাবৃত্তি

কিছুদিন আগেই কলকাতার ‘মা উড়ালপুল’কে উত্তরপ্রদেশের যোগী সরকারের কৃতিত্ব বলে চালাতে গিয়ে কটাক্ষের মুখে পড়েছিল কেন্দ্র।

Must read

কিছুদিন আগেই কলকাতার ‘মা উড়ালপুল’কে উত্তরপ্রদেশের যোগী সরকারের কৃতিত্ব বলে চালাতে গিয়ে কটাক্ষের মুখে পড়েছিল কেন্দ্র। থেমে থাকেনি তারা। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি।

আরও পড়ুন-Delhi Trade Fair: দিল্লি আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এবার থাকছে বাংলার থিম “দুয়ারে সরকার”

এবার দুর্গাপুরের কাজি নজরুল বিমানবন্দর (Durgapur Kazi Nazrul Airport) পৌঁছে গেল উত্তরখণ্ডে। পশ্চিম বর্ধমানের এই বিমানবন্দরের পাশে ‘উত্তরাখণ্ড’ (Uttarakhand) লিখে নতুন করে বিতর্কে জড়াল অসামরিক বিমান মন্ত্রক (MoCA)। বিমানবন্দরের জায়গার নাম ভুল দিয়ে টুইট করেছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মন্ত্রক।

এই নিয়ে পালটা টুইটে কেন্দ্রের তুমুল সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেপ্টেম্বর মাসেই কলকাতার ‘মা উড়ালপুল’ নিয়েও এমনই এক বিতর্ক তুঙ্গে উঠেছিল। যোগীরাজ্য উত্তরপ্রদেশের উন্নয়নের বিজ্ঞাপনে ছিল কলকাতার ছবি। যোগী আদিত্যনাথের পায়ের কাছে কলকাতার উড়ালপুলের (Kolkata’s Maa Flyover) ছবি।

আরও পড়ুন-Birsa Munda: বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধা নিবেদন

এবারও দুর্গাপুরের বিমানবন্দরকে পশ্চিম বর্ধমান থেকে নিয়ে উত্তরাখণ্ডে পৌঁছে দেওয়ার প্রতিবাদে টুইট করেছে তৃণমূল কংগ্রেস। টুইটারে বাংলার শাসকদলের কটাক্ষ করেছে– ”আমাদের উন্নয়নকে আপনারা নিজেদের বলে চালাচ্ছেন, তাতে কোনও আপত্তি নেই। বরং উন্নয়ন নিয়ে আপনাদের আসল শিক্ষা দিতে পারছি বলে আমরা খুবই খুশি।”

 

Latest article