অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : গন্তব্য পশ্চিমবঙ্গ। আরও স্পষ্ট করে বললে গন্তব্য দুর্গাপুর। এই প্রথম শিল্পশহরে তাঁবু পড়েছে বলিউডের ব্লকবাস্টার ছবির শ্যুটিংয়ের। ভারত-পাক যুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হচ্ছে হিন্দি ছবি ‘পিপা’। ১৯৭১ সালে ভারত পাকিস্তানের সঙ্গে লড়াই করে সৃষ্টি হয়েছিল স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টির সেই হাড়হিম করা ইতিহাসকে সেলুলয়েডের ফ্রেমে ধরে রাখতে অতীতে নানান খণ্ড প্রয়াস হলেও তিন ঘণ্টার পূর্ণ দৈর্ঘ্যের একটি হিন্দি ছবি তৈরি হচ্ছে এই প্রথম। ছবির শ্যুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বন্ধ হিন্দুস্থান ফার্টিলাইজার কর্পোরেশন-এর ভগ্নপ্রায় উপনগরীর একাংশকে। রাজাকৃষ্ণ মেননের পরিচালনা ও ‘রায়-কাপুর ফিল্মস’ এর প্রযোজনায় শুরু হতে চলা পিপা ছবির মুখ্য চরিত্রে থাকবেন ঈশান কাটরা ও প্রিয়াংশু পানিওয়ালি। ছবিটিকে সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য করে তুলতে একদিকে যেমন উপনগরীর ভগ্নপ্রায় খণ্ডহরকে ব্যবহার করা হচ্ছে, তেমনই যুদ্ধে ব্যবহৃত কামান, বন্দুক, ট্যাঙ্ক-সহ নানান অস্ত্রও আনা হয়েছে শ্যুটিং স্পটে। বঙ্গবন্ধু শেখ মুজিবের ভূমিকায় কাকে দেখা যাবে কিংবা এই ছবিতে প্রয়াত ইন্দিরা গান্ধীকে সরাসরি দেখা যাবে কিনা সে-ব্যাপারে ধোঁয়াশা রয়েছে।