সংবাদদাতা, আসানসোল : মহাচতুর্থীর উদ্বোধনেই জনজোয়ারে ভেসে গেল পশ্চিম বর্ধমানের মেগা পুজোর অঙ্গন। কোথাও মন্ত্রী থেকে হেভিওয়েট নেতা, তো কোথাও আবার বলি-টলি তারকাদের হাত দিয়েই সম্পন্ন হল দেবীর উদ্বোধনপর্ব। আসানসোল, রানিগঞ্জ, দুর্গাপুর, জামুড়িয়া, কাঁকসা— সর্বত্রই এবার উদ্বোধনপর্বে ছিল চমকের পর চমক। এবারও বিগ বাজেটের প্রতিটি পুজোয় দেখা গিয়েছে সাবেকিয়ানার পাশাপাশি নানান থিমের ঘনঘটা। দুর্গাপুরের চোখধাঁধানো মার্কনি দক্ষিণপল্লির পুজোর উদ্বোধন করেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক।
আরও পড়ুন-চণ্ডীদাসের পুজোর নির্ঘণ্ট জলঘড়ি মেনে
এ বছর এই মেগা পুজোর থিম মাটি। মাটি দিয়ে তৈরি কুটীরশিল্পকে বাঁচিয়ে রাখার এক সার্বিক আবেদনের ছবি এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আসানসোল মহকুমার বেশ কয়েকটি পুজোর ফিতে কাটেন অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা। বেশ কিছু জায়গায় মলয় ও শত্রুঘ্ন যৌথভাবে সূচনা করেন। কাঁকসার মহিলা পরিচালিত ‘আন্তরিক’ নামের সংস্থায় পুজোর উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁকে কাছ থেকে দেখতে মহাচতুর্থীর সন্ধেতেই জনপ্লাবনে ভেসে যায় জঙ্গলমহল। রানিগঞ্জের শিশুবাগান সর্বজনীন পুজোমণ্ডপে এবার থিম রাখা হয়েছে জননী জাগরণে যামিনীর হাত ধরে। বাঁকুড়ার বেলিয়াতোড়ের ভুবনবিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের শিল্পশৈলিকে মণ্ডপে ও প্রতিমায় তুলে আনার চেষ্টা করা হয়েছে।