গণধর্ষণ নয়, বীর্য একজনেরই

Must read

প্রতিবেদন : দুর্গাপুরে (Durgapur) আইকিউসিটিতে চিকিৎসক ছাত্রীর ওপর নির্যাতনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল। কার্যত গণধর্ষণের অভিযোগ খারিজ হয়ে গেল। পুলিশি তদন্তে বীর্য পাওয়া গিয়েছিল। পুলিশ সেটি এবং অভিযুক্তদের পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠায়। সেই পরীক্ষার রিপোর্ট থেকে জানা গিয়েছে বীর্য একজনেরই। ফলে গণধর্ষণের অভিযোগ টিকছে না। অনুমান, ছাত্রীটির শরীর থেকে পাওয়া বীর্য তাঁর বন্ধুরই। পাশাপাশি মঙ্গলবার দুই অভিযুক্ত শেখ রিয়াজউদ্দিন ও সফিক শেখকে গোপন জবানবন্দির জন্য নিয়ে আসা হল দুর্গাপুর (Durgapur) মহকুমা আদালতে। রবিবার দুজনকে পুলিশি হেফাজত থেকে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরেই সেই দুজনের গোপন জবানবন্দির জন্য দুর্গাপুর মহাকুমা আদালতে আনা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬৪ বা বিএনএসএস-এর ১৮৩ ধারায় বিচারকের কাছে গোপন জবানবন্দি দেবে।

আরও পড়ুন-আলমারিতে সঞ্জয় রাইয়ের ভাগনির দেহ

Latest article