বঙ্গ

দুর্গাপুরে সিনার্জিতে ব্যাপক সাড়া শিল্পপতিদের দক্ষিণবঙ্গে ৩০ হাজার কর্মসংস্থান

অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩০ হাজার কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে দক্ষিণবঙ্গের তিন জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি এল বুধবারের বিজনেস সিনার্জি থেকে। সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কয়েকশো শিল্পপতির উপস্থিতিতে শেষ হল ২০২১ সালের এই শিল্প সমাবেশ। রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এদিনের শিল্প সামিটের। রাজ্য সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস (এমএসএমই) দফতরের উদ্যোগে আয়োজিত সিনার্জি অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ ২০২১-এর এই বাণিজ্য সম্মেলন থেকে প্রত্যক্ষভাবে ১১ হাজার কর্মসংস্থানের ক্ষেত্র প্রস্তুত হতে চলেছে। উদ্বোধনী বক্তব্যে আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, এই সিনার্জি কনক্লেভের মাধ্যমে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কয়েকশো উদ্যোগপতি নতুন করে বিনিয়োগে উৎসাহিত হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে শিল্পে দেশের মধ্যে সর্বোচ্চ স্থানে উন্নীত করতে চাইছেন।

আরও পড়ুন : বনগাঁ-বসিরহাট থেকে ১০ কোটি রাজস্ব লক্ষ্য

এ-জন্য তিন জেলায় পৃথক ল্যান্ড ব্যাঙ্ক তৈরি হয়েছে। রাজ্যের এমএসএমই ও বস্ত্রবয়ন দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, ২০১৪ সালে রাজ্য সরকার শিল্পস্থাপনের জন্য যে ২০ একর ন্যূনতম জমির সিলিং রেখেছিল, সেই সিলিং সীমা শিথিল করে ৫ একর করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে প্রতিটি জেলাতেই ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন। এদিনের মঞ্চ থেকেই ক্ষুদ্র এ অতিক্ষুদ্র শিল্প স্থাপনে আগ্রহী শিল্পোদ্যোগীদের হাতে ব্যাঙ্ক ঋণের চেক প্রদান করা হয়। সিনার্জির পক্ষ থেকে জানানো হয়, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় মোট ১১৫০টি জমির চরিত্র পরিবর্তন, ৩৭৭টি বিদ্যুৎ সংযোগ, ১৭৪টি দূষণ ছাড়পত্র ৮৩টি ভূগর্ভস্থ জল উত্তোলনের ছাড়পত্র ছাড়াও অন্যান্য ১০টি ক্ষেত্রের পরিকাঠামো প্রদান করা সম্ভব হয়েছে। পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণপ্রসাদ জানান পুরুলিয়ার বলরামপুরে লাক্ষা এবং পশ্চিম বর্ধমানের সালানপুর এলাকায় রিফ্রাক্ট্রি বিষয়ক একটি ক্লাস্টার তৈরি করা হয়েছে। দুটি ক্ষেত্রেই থাকছে কমন ফেসিলিটি সেন্টার।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago