সংবাদদাতা, আসানসোল : ১৩ বছর আগে বন্ধ হয়ে যাওয়া ব্লু ফ্যাক্টরি ঘিরে এখনও স্বপ্ন দেখছেন অবশিষ্ট কয়েকজন শ্রমিক। আসানসোলের ধাদকা এলাকার এই ব্লু ফ্যাক্টরিতে একটা সময় কাজ করতেন শয়ে শয়ে শ্রমিক। সেই সময় এই কারখানার বিশ্বকর্মা পুজো মানেই ছিল তিনদিন ধরে নানা অনুষ্ঠান। লোকজনের যাওয়া-আসা, আলো, মণ্ডপ, দেদার খাওয়াদাওয়ার আয়োজন সাড়া ফেলে দিত এলাকায়। ১৩ বছর আগের সেই সব দিন হারিয়ে গিয়েছে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর ভাষা বিশ্বভারতী উপাচার্যের
এখন শুধুই বন্ধ কারখানা পাহারা দেওয়া ছাড়া আর কোনও কাজ নেই অবশিষ্ট কয়েকজন শ্রমিকের। তাই বিশ্বকর্মা পুজোতেও নেই কোনও রোশনাই। নিয়মরক্ষায় পুজো করা বলে জানান নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা অবশিষ্ট কয়েকজন কর্মী। জরাজীর্ণ কারখানাকে কেন্দ্র করে নতুন করে সুদিন ফেরার আশায় আজও বুক বাঁধেন বন্ধ ব্লু ফ্যাক্টরির শ্রমিক থেকে স্থানীয় মানুষ।