আজ, নববর্ষের দিন বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কপ্টারে আয়কর বিভাগের তল্লাশির অভিযোগ উঠল। কাল তমলুকে অভিষেকের কর্মীসভা আছে। আজ কপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশি শুরু করা হয়। অভিষেকের কপ্টারে তল্লাশির নামে ট্রায়াল রানে বাধা দেওয়ার অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। শুধু তাই নয়, এদিন এই তল্লাশি নিয়ে প্রশ্ন করায় অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে আয়কর অফিসারদের বচসা শুরু হয়ে যায়। নিরাপত্তা কর্মীদের প্রতিটি ব্যাগ খুলে তল্লাশি করা হয়। হেলিকপ্টারের প্রতিটি কোণে তল্লাশি চালানো হলেও কিছুই পাননি আয়কর আধিকারিকরা। তৃণমূলকে ভয় পেয়েছে বিজেপি, এমনটাই আক্রমণ করল রাজ্যের শাসক দল।
আরও পড়ুন-বিজেপি প্রার্থীকে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন দলের সক্রিয় কর্মীরাই
এই মর্মে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এনআইএ তাঁদের ডিজি এবং এসপিকে অপসারণ করার ফলে কমিশন এবং বিজেপি আজ আমার হেলিকপ্টার এবং নিরাপত্তা কর্মীদের তল্লাশি করতে একটি টিম পাঠিয়েছিল। যদিও তল্লাশি চালানোর পরেও কিছু পাননি তাঁরা। জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করতে পারে কিন্তু বাংলার প্রতিরোধ ক্ষমতা কখনই দুর্বল হবে না।’
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর আসন্ন সফর নিয়ে উদ্দীপ্ত তৃণমূল
এই মর্মে কুণাল ঘোষ বলেন, ‘যেভাবে আয়কর দফতরের কর্তারা আচমকা হল্লার রাজার মতো এসে তল্লাশি করেছে। কেন তল্লাশি করেছে বলতে পারেনি। নিরাপত্তারক্ষীরা জানতে চেয়েছিলেন, কেন তল্লাশি চালানো হচ্ছে? কিছুই বলতে পারেনি তাঁরা এসব কী হচ্ছে?’
আরও পড়ুন-নারীবিদ্বেষী বিজেপিকে হারানোর ডাক দিয়ে বর্ধমানের রাজপথে মহিলাদের ঢল
এই বিষয়ে এদিন নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল লেখেন, ‘মোদী এবং শাহ এখন নির্লজ্জভাবে আয়কর বিভাগকে ব্যবহার করে একজন প্রার্থীকে ভোটের মাত্র ৫ দিন আগে প্রচার করা থেকে আটকানোর চেষ্টা করছে। নির্বাচন কমিশন বরাবরের মতো, যারা তাঁদের বেছে নিয়েছেন এবং ব্যক্তিগতভাবে নিয়োগ করেছেন, তাঁদের সেবা করছেন এবং তাদের বিষয়ে চোখ বন্ধ করে রেখেছেন।’
ডেরেক ও’ ব্রায়ান এক্স হ্যান্ডেলে এই ঘটনার প্রতিবাদ করে লেখেন, ‘ডেসপারাডোরা কি বোর্ডে কিছু ফল এবং মাছের স্যান্ডউইচ খুঁজে পেয়েছিল?’
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…