সংবাদদাতা, কাঁথি : নেদারল্যান্ডস বা হল্যান্ডের বেশিরভাগ এলাকাই সমুদ্র সমতল থেকে নিচু। ওই সব এলাকায় জোয়ার বা জলোচ্ছ্বাসের জেরে যাতে লোনাজল কৃষিভূমি, জনবসতি কিংবা শিল্প এলাকায় ঢুকে না পড়ে তার জন্য ডাচেরা যে প্রযুক্তি কাজে লাগায়, সেই ‘ডাইক’ প্রযুক্তি এখন রাজ্য সরকার দুই উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ব্যবহার করতে চাইছে। এই দুই জেলাকে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় থেকে জলোচ্ছ্বাস— সব কিছু সহ্য করতে হয়। আছে ভাঙনের সমস্যা, সেই সঙ্গে সুন্দরবনকে রক্ষার বিষয়টিও।
আরও পড়ুন-প্রসূতি মৃত্যু কমাতে রাজ্য নিল উদ্যোগ
তাই সুন্দরবনকে রক্ষা ও দুই জেলার উপকূলবর্তী এলাকাগুলিকে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে রাজ্য সরকার ডাচ প্রযুক্তি ও তাঁদের অভিজ্ঞতা ব্যবহার করতে চলেছে। জানা গিয়েছে, কল্যাণীর রিভার রিসার্চ ইনস্টিটিউট ও রাজ্য সেচ দফতর নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে কাজ করবে। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এ রাজ্যে চলে এসেছেন। সাগরের জলোচ্ছ্বাস ঠেকাতে নেদারল্যান্ডস মডেল এখন গোটা বিশ্বে স্বীকৃত। তাকেই কাজে লাগাতে রাজ্য সরকার নেদারল্যান্ডস সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।