সংবাদদাতা, দুর্গাপুর ও বাঁকুড়া : আমনচাষের জন্য দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য জল ছাড়া হল ছয় হাজার কিউসেক। ১৫ দিন ধরে চলবে সেচ ক্যানেলে জলছাড়া। সব মিলিয়ে এক লাখ তিন হাজার কিউসেক জল ছাড়া হবে। দুর্গাপুর ব্যারেজ লাগোয়া দুটি সেচখাল রয়েছে। একদিকে বাঁকুড়া ও হুগলী, অন্যদিকে দুই বর্ধমান। দামোদরের দুগাপুরে দুটি ক্যানাল, বাম ক্যানাল এবং ডান ক্যানাল দিয়ে জলছাড়া হবে।
আরও পড়ুন-নীতি আয়োগের বৈঠকে কণ্ঠরোধ বাংলার মুখ্যমন্ত্রীর! প্রতিবাদ তৃণমূলের
নিম্নচাপের জেরে গত দুদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনও বৃষ্টির বিস্তর ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে আমনচাষে গতি আনতেই জলছাড়া শুরু করল ডিভিসি। জুলাই মাস শেষ হতে চললেও এখনও সে অর্থে ভারী বৃষ্টিপাতের দেখা পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি। ফলে শস্যগোলা পুর্ব বর্ধমান সহ, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলায় আমনচাষ অনেকটা পিছিয়ে রয়েছে। বৃষ্টির অভাবে বিস্তীর্ণ জমি অনাবাদী রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে জলছাড়ার পরিকল্পনা নেয়। সেই অনুযায়ী শনিবার সকাল ৬টা থেকে ব্যারেজের দুপাশের সেচ খালে জল ছাড়া শুরু হল। দেরিতে হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য প্রথম দফার জলছাড়া শুরু হওয়ায় আশায় বুক বাঁধছেন কৃষকেরা।