২৫ জুলাই মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়বে ডিভিসি

খরিফ মরশুমে দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলার কৃষকদের সুবিধার্থে ২৫ জুলাই থেকে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়বে ডিভিসি

Must read

সংবাদদাতা, বর্ধমান : খরিফ মরশুমে দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলার কৃষকদের সুবিধার্থে ২৫ জুলাই থেকে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়বে ডিভিসি। পূর্ব বর্ধমানের জেলাশাসকের সভাকক্ষে বর্ধমান বিভাগের বিভাগীয় কমিশনার অবনীন্দ্রনাথ সিংয়ের সভাপতিত্বে পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, চলতি খরিফ মরশুমে জেলায় প্রায় ৩ লক্ষ ৭৭ হাজার ৫০০ হেক্টর জমিতে ধানচাষ হবে ধরে নিয়েই কৃষকদের সুবিধার্থে ২৫ জুলাই থেকে ডিভিসির জলধারগুলো থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জল দুর্গাপুর ব্যারেজে পৌঁছতে ২৭ জুলাই। তারপর চাষিরা সেচখাল থেকে জল পাবেন। ফলে ১৯টি ব্লক-সহ পাঁচ জেলার ৪২টি ব্লক খরিফ চাষের জন্য জল পাবে।

আরও পড়ুন-সংস্কার ভেঙে দিয়ে বাসন্তীও ট্রলার নিয়ে মাছের খোঁজে

জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল জানান, চলতি মরশুমে এখনও প্রায় ৪৫.৯% বৃষ্টির ঘাটতি আছে। জুলাই মাসেও গড় বৃষ্টি ২০২.৫ মিলিমিটারের জায়গায় বৃষ্টি হয়েছে ১৬৯.৭ মিলিমিটার। যদিও জলাধারগুলোয় পর্যাপ্ত জল মজুত আছে। জেলায় ইতিমধ্যেই ২৫ হাজার ২৪৫ হেক্টর জমিতে ধান রোপণ করা হয়ে গিয়েছে। প্রায় ৯৮ শতাংশ জমির বীজতলাও তৈরি।
জেলাশাসক কে রাধিকা আইয়ার জানিয়েছেন, গত মরশুমে মাইথন জলাধারে জল ছিলো ৪৬০.৩৩ ফুট, সেখানে এ বছর এখনও জল আছে ৪৬৬.৩৩ ফুট। পাঞ্চেতে গত মরশুমে থাকা ৩৯৯.৮৬ ফুট জলের জায়গায় চলতি মরশুমে জল আছে ৪০৬.২০ ফুট। প্রতিটি জলাধারেই প্রায় ৬ ফুট করে বেশি জল আছে। ২৫ জুলাই থেকে ১ আগস্ট ১ লক্ষ ৩০ হাজার একরফিট জল ছাড়া হবে। পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

Latest article