প্রতিবেদন : কেন্দ্রীয় প্রকল্পে সব রাজ্য টাকা পেলেও ব্রাত্য বাংলা। পাশাপাশি বাংলার শক্তি খর্ব করতে রাজ্যের বিস্তীর্ণ এলাকা বানভাসি করে দেওয়ার বিজেপির ষড়যন্ত্র। এই চক্রান্তের পর্দাফাঁস হল তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে। রাজ্য প্রশাসনের সঙ্গে কোনও আলোচনা না করেই ডিভিসি জল ছেড়েছে, তা স্পষ্ট হল কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের উত্তরে। বিজেপির এই ষড়যন্ত্র বাংলার মানুষ জলের তোড়ে ভাসিয়ে দেবে, চ্যালেঞ্জ ঋতব্রতর।
আরও পড়ুন-রোহিঙ্গাইটিসে আক্রান্ত সেরে উঠুন তাড়াতাড়ি
রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় ডিভিসি-র ছাড়া জলে বানভাসি পরিস্থিতি নিয়ে এদিন প্রশ্ন তোলেন। জানতে চান, ডিভিসি এ পর্যন্ত কত জল ছেড়েছে। সাংসদের প্রশ্নের অর্ধসমাপ্ত উত্তর দেন মন্ত্রী। তাঁকে কটাক্ষ করে ঋতব্রত বলেন, সারাদেশে যে বাংলা-বিরোধী পরিবেশ বিজেপি তৈরি করেছে তার সঙ্গে সাযুজ্য রেখেই ডিভিসি গোটা বাংলাকে ডোবাচ্ছে। তথ্য পেশ করে ঋতব্রত বলেন, ডিভিসির জল ছাড়া নিয়ে ওরা জানিয়েছে, ১৮ জুন থেকে ১৫ জুলাই একমাসেরও কম সময়ে, ২৭ হাজার ৯৮৭ লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে। আমরা বলছি জুন ও জুলাই দু’মাসে ডিভিসি জল ছেড়েছে ৫০ লক্ষ ২০৮৭ লক্ষ কিউবিক মিটার। মনে রাখতে হবে ২০২৩-এর থেকে এই পরিমাণ ৩০ গুণ। ২০২৪-এর থেকে ১১ গুণ বেশি। কেন্দ্রের উত্তর পাওয়ার পরে ঋতব্রত জানান, আমি প্রশ্ন করেছিলাম রাজ্য সরকার, বাংলার সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছিল কি না। তার উত্তরে হ্যাঁ-ও নেই, না-ও নেই। উত্তরে রয়েছে একটি কমিটি রয়েছে। কমিটি রয়েছে আমরাও জানি। কিন্তু কমিটি থাকলেই কী আলোচনা হয়? তার মানে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে বিপুল পরিমাণ জল ছাড়া হল।
বিজেপির উদ্দেশ্য সফল হবে না। চ্যালেঞ্জ জানিয়ে ঋতব্রত দাবি করেন, বাংলাকে ডোবানোর জন্য কেন্দ্রের যে ষড়যন্ত্র, তার অংশ হিসাবে ডিভিসি এই কাজ করছে। ওরা ভুলে যাচ্ছে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের জলের তোড়ে রাজনৈতিকভাবে বিজেপির সলিল সমাধি অনিবার্য।