সংবাদদাতা, বর্ধমান : মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ নিরাপত্তা এবং অপরাধ দমনে গোটা জেলা জুড়ে প্রথম দফায় জেলার চার মহকুমায় ই-সাইকেল উইনার্স টিম চালু করল। একই সঙ্গে এদিন মোটরবাইক নিয়ে মহিলা উইনার্স টিমের সংখ্যা আরও বাড়ানো হল। বাড়ানো হল পিংক মোবাইল ভ্যানের সংখ্যাও। বর্ধমান পুলিশ লাইনে উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইজি ট্রাফিক সুকেশকুমার জৈন, জেলার পুলিশ সুপার সায়ক দাস-সহ জেলা পুলিশের আধিকারিকরা।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে পঞ্চমীতে ঘাটালে বন্যাদুর্গতদের ত্রাণ বিলি করলেন জেলাশাসক
আইজি জানান, বর্ধমান থানার পাশাপাশি শক্তিগড়, কালনা, কাটোয়া-সহ যে সব জায়গায় বড় বড় পুজো হচ্ছে সমস্ত জায়গায় এই টিম থাকবে। এরা পেট্রোলিং করবে, কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ থাকবে। যেখানে মহিলা, শিশুদের নিরাপত্তা দরকার পড়বে সেই সমস্ত জায়গায় পৌঁছাবে। তিনি জানিয়েছেন, নজরদারি বাড়ানোর জন্য ৩০টি গ্রিন ই-সাইকেল, ১৯ জন উইনার্স, ২টি পিংক মোবাইল ভ্যান চালু করা হল। এই সংখ্যা ক্রমে বাড়বে। বড় বড় পুজো প্যান্ডেলে এরা নজর রাখবে। এখন মহকুমাভিত্তিক এই টিম থাকছে, পরে প্রতিটি থানাতেই এই টিম গঠন করা হবে। পুজোর সময় নিরাপত্তায় আলাদা করে ৫০০ জন ট্রাফিক হোমগার্ড মোতায়েন করা হচ্ছে।