প্রতিবেদন : রেশন দোকানে গিয়ে আর জিনিসের ওজন নিয়ে চিন্তা করতে হবে না গ্রাহকদের। প্রত্যেকে যাতে পরিমাণ মতো প্রাপ্য রেশন সামগ্রী পান এবং ওজনে যাতে কোনও কারচুপি না হয় সেই কারণে এবার প্রতিটি রেশন দোকানে ই-ওয়েট মেশিন বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ডিসেম্বরের মধ্যেই রাজ্যের কুড়ি হাজার দোকানে এই মেশিন পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। এর ফলে গ্রাহকের প্রাপ্য ওজনের কম সামগ্রী যদি কোনও রেশন ডিলার দেওয়ার চেষ্টা করেন তাহলে মেশিন থেকে কোনও স্লিপ বেরোবে না।
আরও পড়ুন-বিজয়া সম্মিলনীর মঞ্চে সরব কাকলি, রথীন
পাশাপাশি রেজিস্টার করা ফোন নম্বরে মেসেজ যাবে না বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, রেশন দোকানে যাতে ওজনের কারচুপি সংক্রান্ত কোনও অভিযোগ না আসে সেই দিকেই এবার দৃষ্টি দিয়েছে সরকার। প্রতিটি ই-ওয়েট মেশিন ই-পস যন্ত্রের সঙ্গে যুক্ত থাকবে। কোথাও কোনও কারচুপি হলে মেশিন থেকে স্লিপ বেরোবে না। এর ফলে সরকার এবং গ্রাহকের কাছে কোনও মেসেজ না যাওয়ায় গরমিল সহজেই ধরা যাবে।