প্রতিবেদন : এবার টেটের প্রশ্নপত্র নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীর জন্য এবার আলাদা করে প্রশ্নপত্রের প্যাকেট পাঠানো হচ্ছে। শুধুমাত্র পরীক্ষার্থীই ওই প্রশ্নপত্রের প্যাকেট খুলতে পারবেন। পরীক্ষার পর উত্তরপত্র সহ ওই প্যাকেট আবার পরীক্ষার্থীকেই সিল করে জমা করতে হবে।
পর্ষদ (Board of Primary Education) ইতিমধ্যেই জানিয়েছে, পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে বিভিন্ন কেন্দ্রে টেটের প্রশ্নপত্র পাঠানো হবে। আগামী ১১ ডিসেম্বরে প্রাথমিকের টেট হতে চলেছে। সম্প্রতি ডিএলএড প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগেই প্রকাশ হয়েছে বলে বিতর্ক শুরু হয়। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে টেটের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে পরীক্ষার স্বচ্ছতা আরও বাড়ল।
আরও পড়ুন-আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী