সংবাদদাতা, আসানসোল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গোটা রাজ্যেই নতুন রাস্তা তৈরি এবং অন্য রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণে জোর দেন। কারণ ভাল রাস্তার ওপর শুধু সাধারণ মানুষের সুবিধা-অসুবিধাই নির্ভর করে না, এর ওপর নির্ভর করে কোনও জায়গার অর্থনীতিও। রাজ্য প্রশাসন সেইভাবেই বিভিন্ন পুর এলাকাকে সাহায্য করে থাকে।
আরও পড়ুন-পড়ুয়াদের ঘাড়েও এবার জিএসটির বোঝা চাপাল কেন্দ্র
সেই ধারাতেই আসানসোল পুরসভার ১০৬টি ওয়ার্ডের প্রতিটিতে ১০ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় স্তরে রাস্তা তৈরি করার উদ্যোগ নিল পুর কর্তৃপক্ষ। সেই প্রকল্পের অধীনে কুলটি বিধানসভার প্রায় সাত থেকে আটটি রাস্তার শুভসূচনা হল রবিবার। সেখানে আসানসোল পুরসভার ৬০ নম্বর ওয়ার্ডের হরিজনপাড়ায় নারকেল ফাটিয়ে নতুন রাস্তার সূচনা করলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপ্রধান ওয়াসিমুল হক, ৬০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্র, ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন, প্রাক্তন মেয়র পারিষদ মির হাসিম, কুলটি ব্লক তৃণমূল সভাপতি কাঞ্চন রায়-সহ এলাকার সাধারণ মানুষ। মেয়র বিধান উপধ্যায় জানালেন, পুরসভার অধীন ১০৬টি ওয়ার্ডের প্রতিটিতেই স্থানীয়ভাবে রাস্তা তৈরি হবে। কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। রাস্তাগুলো হয়ে গেলে যান-চলাচল সুগম হবে, স্থানীয় মানুষজনের উপকার হবে।