বৃহস্পতিবার ভোরবেলা ভূমিকম্প (Earthquake) অনুভূত হয় সিকিমে। শুধু তাই নয় এদিন অরুণাচল প্রদেশেও জোড়া ভূমিকম্প হয়। মহারাষ্ট্রে ভূমিকম্প অনুভূত হয়। আফটার শকও অনুভূত হয়। যদিও আজ কোনও কম্পনের তীব্রতা খুব বেশি ছিল না। জানা গিয়েছে, মধ্যরাত থেকেই ভূমিকম্প শুরু হয়। প্রথম ভূমিকম্পটি রাত ১টা ৪৯ মিনিট নাগাদ অনুভূত হয়। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেঙ্গে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। সূত্রের খবর, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন-মুখোশ গ্রাম চড়িদা
ভোর ৬টা ৮ মিনিট নাগাদ মহারাষ্ট্রের হিঙ্গোলিতেও ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ১০ মিনিট বাদেই আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩.৬।
আরও পড়ুন-চ্যালেঞ্জ নেওয়ার সাহস হল না! লেজ গুটিয়ে মুখ লুকাল ওরা?
অন্যদিকে ভোর ৩ টে ৪০ মিনিট নাগাদ দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল অরুণাচলের পশ্চিম কামেঙ্গে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। জানা যায়, ভুটানেও ভূমিকম্প হয়, যার জেরে কম্পন অনুভূত হয় সিকিমে। ভোর ৬টা নাগাদ সিকিমের দক্ষিণ-পূর্বে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের তাদং থেকে ৬৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। যদিও কোন ভূকম্পের ক্ষেত্রেই হতাহতের কোন খবর নেই।