তুরস্ক-সিরিয়ার ভয়ঙ্কর ভূমিকম্পের পর এবার ভূকম্পন আফগানিস্তান এবং পূর্ব তাজিকিস্তানে (Afghanistan- Tajikistan)। বৃহস্পতিবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। যদিও এই ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি।
আরও পড়ুন: দিল্লি ও উত্তর ভারতে ভূকম্প
স্থানীয় সময় সকাল ৬টা ৭ মিনিটে আফগানিস্তান এবং তাজিকিস্তানের (Afghanistan- Tajikistan) মাটি কেঁপে ওঠে। প্রথম কম্পনের ২০ মিনিট পর আবার একটি আফটার শকে কেঁপে ওঠে ওই এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। দ্বিতীয় কম্পনের কিছু ক্ষণ পর আবার একটি আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। জানা গিয়েছে, এর কেন্দ্রস্থল আফগানিস্তান ও চিনের সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত পূর্বাঞ্চলীয় গোর্নো-বাদাখশানে এলাকা। অঞ্চলটি সুউচ্চ পামির পর্বত দিয়ে ঘেরা। এখানে সাধারণ মানুষের বসবাস একেবারেই কম। তাই ভূমিকম্পের তীব্রতা অনেক থাকলেও জায়গাটি কম জনবহুল এবং ফাঁকা থাকার কারণে বড় বিপদ এড়ানো গেছে।