১৫ দিনে ৫বার কেঁপে উঠল আরব সাগরের তীরবর্তী রাজ্য

Must read

প্রতিবেদন : কয়েকদিনের মধ্যেই ফের ভূকম্পন গুজরাতে (Earthquake- Gujarat)। পনেরো দিনের মধ্যে এই নিয়ে পাঁচবার কেঁপে উঠল আরব সাগরের তীরবর্তী রাজ্য। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার বিকেলে গুজরাতের (Earthquake- Gujarat) রাজকোটে এই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। কম্পনের উৎসস্থল রাজকোটের উত্তর এবং উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ২৭০ কিলোমিটার গভীর এলাকা জুড়ে। তবে এদিনের ভূকম্পনে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই।
এদিকে জানা গিয়েছে, আফগানিস্তানের ফৈজাবাদের ১১৭ কিলোমিটার দক্ষিণে রবিবার বিকেলেই বেশ কয়েকবার ভূকম্পন অনুভূত হয়েছে। এরপরই গুজরাতের রাজকোটে কম্পন হয়। এর পাশাপাশি রবিবার সকালে মহারাষ্ট্রের কোলাপুরেও মৃদু ভূকম্পন ধরা পড়ে।

আরও পড়ুন:পরিবর্তনের ভোট আজ মেঘালয়ে, সাগরদিঘিতে উপনির্বাচন

Latest article