কয়েকমাস আগে আফগানিস্তানে ভূমিকম্পে (Earthquake) প্রায় দু’হাজার মানুষ মারা গিয়েছিলেন। এরমধ্যে সেই দেশে ফের ভূমিকম্প অনুভূত হল। জুরম শহরের ১৫ কিমি দূরে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। যদিও ভূমিকম্পে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে সোমবারও ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। কম্পনের মাত্রা ছিল ৪.৪।
আরও পড়ুন- হাসপাতাল থেকে ফেরার পথে গণধর্ষিতা তরুণী, নারী নিরাপত্তা কোথায় যোগীরাজ্যে?
মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭টা ৩৫ নাগাদ হিন্দুকুশ এলাকায় প্রবল ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়। ভূমিকম্পের এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬০কিমি গভীরে। যা ১২ হাজার জনবসতির জুরম শহর থেকে ১৫কিমি দূরে। মৃদু কম্পন অনূভূত হয় ফৈজাবাদ, ফরখর, আশকাসাম শহরেও। যে এলাকায় ভূমিকম্প হয় তার ভূমিরূপ অতি সংবেদনশীল। সম্প্রতি অক্টোবরে আফগানিস্তানে প্রবল ভূমিকম্পে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়। আহত হয় ৯ হাজার মানুষের বেশি। এমনকি আফটারশকেও মৃত্যু হয়েছে ১০০-র বেশি মানুষের। তালিবান প্রশাসন এই ভূমিকম্পকে সবথেকে মারাত্মক ভূমিকম্প দাবি করে। সেই ভূমিকম্পের পরে বেশ কয়েকবার হালকা কম্পনে শিউরে উঠেছে আফগানিস্তান। আবহাওয়াবিদদের অনুমান ক্রমাগত ভূমিকম্পের ফলে দুর্বল হয়ে পড়ছে হিন্দুকুশ পর্বতের ভূমিরূপ।