আফগানিস্তানে ভূমিকম্প, কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি

ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan) আর সেই প্রভাব পড়ল জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি-সহ সংলগ্ন বেশ কিছু অঞ্চলে

Must read

ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan) আর সেই প্রভাব পড়ল জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি-সহ সংলগ্ন বেশ কিছু অঞ্চলে। রবিবার সকালে নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার সময় কেঁপে ওঠে রাজধানী-সহ সংলগ্ন অঞ্চল। নতুন সংসদ ভবন ভূমিকম্প-রোধক বলে জানা গিয়েছে এবং দিল্লি ও সংলগ্ন অঞ্চলে কম্পনের তীব্রতা কম ছিল। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে (Delhi)।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের নয়া চিন্তাধারা, রেডিওতে ‘তৃণমূলে নবজোয়ার’

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে আজ বেলা ১১টা ১৯ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ-পূর্ব আফগানিস্তান। ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের ফৈজাবাদের ২২০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২।

আরও পড়ুন-রাজপথে কুস্তিগির-পুলিশের সংঘর্ষ, আটক ভিনেশ-বজরং-সাক্ষীরা, ক্ষোভপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভূমিকম্পের উৎসস্থল অন্যত্র থাকলেও তীব্রতা ছড়িয়েছিল পাকিস্তান এবং ভারতের উত্তরাংশে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, পুঞ্চ সহ দিল্লি ও সংলগ্ন NCR অঞ্চল, হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড়েও কম্পন অনুভূত হয়েছিল। জানা যায় কয়েক সেকেন্ড কম্পন স্থায়ী হয়েছিল। কম্পনের উৎসস্থল ফৈজাবাদ সহ আফগানিস্তানেও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

 

Latest article