আলাস্কায় তীব্র ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা

Must read

আমেরিকার আলাস্কায় তীব্র ভূমিকম্পের (earthquake) জেরে জারি সুনামি সতর্কতা। ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার রাত ২টো ৭ মিনিটে কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৩! এরপরই দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা উপদ্বীপ জুড়ে সুনামি সতর্কতা জারি করেছে ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার।

আরও পড়ুন-এবার গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার সেনা কর্মী! চলছে তদন্ত

আলাস্কা পেনিনসুলায় মাটি থেকে ৩৬ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেনেডি এনট্রান্স থেকে উনিমাক পাস পর্যন্ত এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। আলাস্কা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলের অন্তর্গত। যদিও আমেরিকার মূল ভূখণ্ডে আপাতত কোনও সুনামি সতর্কতা নেই।

Latest article