ভূকম্পন অরুণাচলে

Must read

কেঁপে উঠল অরুণাচল প্রদেশ (Earthquake- Arunachal Pradesh)। রবিবার দুপুর সওয়া ১২টা নাগাদ রাজ্যের পশ্চিমাংশে এই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটান সীমান্তের কাছে পশ্চিম কামেংয়ে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। এনসিএস জানিয়েছে, শুধু অরুণাচলই (Earthquake- Arunachal Pradesh) নয়, কেঁপে উঠেছে উত্তর ও মধ্য অসম এবং ভুটানের পূর্বাংশ। তবে এই কম্পনে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই। যদিও সিরিয়া ও তুরস্কের (Syria- Turkey) সাম্প্রতিক কম্পনের কারণে মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে কেঁপে উঠেছিল অরুণাচল প্রদেশ। সেবার কম্পনের মাত্রা ছিল ৩.৭। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ভূমিকম্প হয় অসমে (Assam)। হিমালয় সংলগ্ন এলাকা ভূকম্পন প্রবণ এলাকার মধ্যে পড়ে।

আরও পড়ুন:দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স টেস্টের প্রস্তাব ইউজিসির

Latest article