বুধবার সকালে বিহারের (Bihar) অররিয়া জেলা ভূমিকম্পে কেঁপে উঠল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএস-এর সূত্রে জানা যাচ্ছে, কম্পনের তীব্রতা ছিল ৪.৩। বুধবার ভোর ৫ টা ৩৫ নাগাদ কম্পন বুঝতে পারে স্থানীয় বাসিন্দারা। যদিও এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন-দিনের কবিতা
বিহারে আজ এই ভূমিকম্পের কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ১৪০ কিমি দক্ষিণ পশ্চিমে। হঠাৎ সকালে এই ভূমিকম্পের ফলে অরারিয়া জেলার স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন । মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হয় পশ্চিম নেপালে। নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানায় কম্পনের কেন্দ্রস্থল ছিল কাঠমাণ্ডুর ১৪০ কিমি পশ্চিমে গোরখা ডেলার বালুওয়া। কম্পনের তীব্রতা ছিল ৪.১। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় কম্পন বোঝা যায় =লামজুং এবং তানহু জেলাতেও। তবে স্বস্তির বিস্ময় একটাই যে দুটো ক্ষেত্রেই ক্ষয়ক্ষতির কোন খবর নেই।