দিল্লিতে ভূমিকম্প (Earthquake)। বৃহস্পতিবার বেলার দিকে আচমকাই কম্পন অনুভূত হল রাজধানীতে। তবে শুধু রাজধানীই নয় এদিন জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলাও কেঁপে ওঠে বলে খবর। পাশাপাশি বাদ যায়নি আফগানিস্তানও। এদিন হিন্দুকুশে বড়সড় ভূমিকম্প হয়েছে বলে খবর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, লাহোরে কম্পন অনুভূত হয়েছে। যার প্রভাব পড়েছে পাকিস্তান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। তবে এদিন ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের ২৪১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলে।
আরও পড়ুন- এক জাতি এক ভোট নিয়ে আপত্তি তৃণমূল নেত্রীর, কেন্দ্রকে চিঠি দিয়ে জানালেন কারণ
পাশাপাশি এদিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চেও অনুভূত হয়েছে কম্পন (Earthquake)। কেঁপে উঠেছে পির পঞ্চাল অঞ্চলের দক্ষিণ অংশও। তবে এদিনের আফগানিস্তানে জোরাল ভূমিকম্পের জেরেই প্রভাব পড়ে প্রতিবেশী দেশ পাকিস্তান-সহ ভারতের উত্তরাঞ্চলে। পাকিস্তানের লাহোর ও সংলগ্ন অঞ্চলে জোরাল কম্পন অনুভূত হয়। একইসঙ্গে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা থেকে দিল্লি ও সংলগ্ন অঞ্চল কেঁপে ওঠে। দিল্লিতে ভূমিকম্পের জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত, এই ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।