জাপানে ভূকম্পনে

Must read

বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে জাপান (Japan)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিনের ভূমিকম্পে ৬ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। ভেঙে পড়েছে একাধিক ঘরবাড়ি। উপড়ে পড়েছে বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি। পূর্ব-উপকূলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। জানা গিয়েছে, এদিনের ভূমিকম্পে (Earthquake) সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের (Japan) ফুকুশিমা উপকূল। উপকূল এলাকার একাধিক দোকানপাট ও ঘরবাড়ি ধসে পড়েছে। লাইনচ্যুত হয়েছে বুলেট ট্রেন। ভূমিকম্পের জেরে জাপানের পূর্ব ও উত্তর উপকূলের বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে সুনামি সর্তকতা। উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: নিমতিতার রাজবাড়িকে হেরিটেজ করার উদ্যোগ

Latest article