ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত, কম্পন কাশ্মীরেও

Must read

শক্তিশালী ভূমিকম্পে (earthquake) কেঁপে উঠল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয় কাশ্মীরেও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। শনিবার, ভারতীয় সময় বেলা ১২টা ১৭ নাগাদ ভূমিকম্প হয়।

সূত্রের খবর, কম্পনের কেন্দ্র আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে ৮৬ কিমি গভীরে ভূমিকম্পের (earthquake) উৎসস্থল। আফগানিস্তানের উত্তরাংশ এবং ভারতের কাশ্মীর উপত্যকা পর্যন্ত এই কম্পনের প্রভাব অনুভূত হয়েছে। ফলে আতঙ্কে বহু মানুষ ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে, এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নজরে রাখছে স্থানীয় প্রশাসন এবং ভূকম্পন গবেষণা সংস্থাগুলি।

আরও পড়ুন- নিরাপত্তা দিতে ব্যর্থ মোদি সরকার! ফের ৮টি আফ্রিকান চিতা আসছে ভারতে

বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল ভূমিকম্পপ্রবণ। কম গভীরতায় ভূমিকম্প হলে সেটি বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হয়। ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। তবে, আপটার শকের আশঙ্কায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

Latest article