মঙ্গলবার রাতে জোড়া কম্পন অনুভূত হয় মণিপুরে (Manipur)। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.২। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কম্পন অনুভূত হয়। ঘুমের মধ্যেই অনেকে বুঝতে পেরে আতঙ্কে বাইরে চলে আসেন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই বিষয়ে জানিয়েছে রাত ১টা ৫৪ মিনিট নাগাদ প্রথম কম্পন হয়। পরবর্তী কম্পন হয় রাত ২টো ২৬ মিনিট নাগাদ। জানা গিয়েছে, রাত ১টা ৫৪ মিনিট নাগাদ হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২ ও উৎস ছিল মণিপুরের চুড়াচাঁদপুর। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ৪০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন-যৌনতা অস্বীকার করায় ৬৫ বছরের মহিলাকে খুন উত্তরপ্রদেশে
রাত ২টো ২৬ মিনিট নাগাদ হওয়া কম্পনের মাত্রা ছিল ২.৫ ও উৎসস্থল ছিল মণিপুরের ননে এলাকা। মাটি থেকে ২৫ কিলোমিটার নিচে এই ভূমিকম্প হয়। কম্পন অনভূত হয়েছে মেঘালয়, ত্রিপুরা এবং অসমের বেশ কয়েকটি এলাকাতেও। উল্লেখ্য, এদিন গভীররাতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনভূত হয় মায়ানমারেও। যদিও কোনও ক্ষয়ক্ষতি খবর নেই। মঙ্গলবার রাতে ফের একবার কেঁপে ওঠে তিব্বত। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.২। রাত ১০টা ১৬ নাগাদ হওয়া ওই কম্পনের উৎস ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। অন্যদিকে মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ভূমিকম্প হয় পাকিস্তানেও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২।