আন্তর্জাতিক

জোড়া ভয়াবহ ভূমিকম্প মায়ানমারে, কাঁপল বাংলার একাধিক জেলা

ভয়াবহ ভূমিকম্প (Earthquake) মায়ানমারে। ১০ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প। ঘড়ির কাঁটায় সকাল ১১:৫০ মিনিট, আচমকাই কেঁপে উঠল মায়ানমার, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল। আতঙ্কের ঘোর কাটিয়ে ওঠার আগেই দশ মিনিটের মাথায় ফের কম্পন। রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৭.৭ দ্বিতীয়বারে হল ৭.১। জাতীয় ভূকম্পন কেন্দ্রের (NCS) মতে, এর উৎপত্তিস্থল মায়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে। একের পর এক আফটার শকে বিধ্বস্ত ব্যাংকক। বহু প্রাণহানির আশঙ্কা প্রশাসনের। ভূমিকম্পের প্রভাব পড়ল ভারত, চিন, বাংলাদেশ, লাওস, থাইল্যান্ডেও। কেঁপে উঠলো কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা।

আরও পড়ুন: বাংলা কেন দেশের সেরা, তথ্য আর পরিসংখ্যান দিয়ে বোঝালেন মুখ্যমন্ত্রী

বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর ক্রমাগত প্লেট টেকটোনিক মুভমেন্টের (ফলে একের পর এক ঝটকা অনুভব হচ্ছে৷ শুক্রবার মায়ানমারে যে কম্পন অনুভূত হয়েছে তার উৎসস্থল মাটি থেকে খুব একটা গভীর নয় যে কারণে তীব্রতা এত বেশি বলে অনুমান। চোখের সামনে যেভাবে একের পর এক বহুতল ধূলির সব হয়ে গেছে তাতে রীতিমতো আতঙ্কিত সাগাইং, এলাকার বাসিন্দারা। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে। NCS জানিয়েছে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমারের বার্মার ১২ কিলোমিটার উত্তরে আর দ্বিতীয়টির উৎপত্তি হয় মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। কম্পন এর তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ৭০০ কিলোমিটার দূরে রাজধানী ব্যাংককের একাধিক শপিংমল, হোটেল, রেস্তোরাঁ কেঁপে ওঠে, খেলনা বাড়ির মত ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

এদিকে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠলো বাংলার একাধিক জেলা। তীব্র কম্পন অনুভূত হল দুই চব্বিশ পরগনা, মেদিনীপুর এবং হাওড়ায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১, উৎস্থল মায়ানমার। এখনও পর্যন্ত জানা গেছে কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে মাটির ৩৫ মিটার গভীরে কম্পন হলেও এ রাজ্যের বিভিন্ন জেলায় তার প্রভাব পড়েছে। ইতিমধ্যেই আফটার শক হতে শুরু করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হাওড়া-সহ দুই ২৪ পরগনায়।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

32 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

40 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago