টিবেটান প্লেট আর ভারতীয় প্লেটের সংঘর্ষে প্রতিদিন ভূমিকম্পের (Earthquake) সম্মুখীন উত্তর ভারত। বৃহস্পতিবার মধ্যরাতে ফের কেঁপে উঠলো নেপাল, বিহার সংলগ্ন ভারতের বেশ কিছু এলাকা। এমনকি নেপালে মূল ভূমিকম্পের পরে ভারতের একাধিক জায়গায় আফটার শকে একাধিক কম্পনের সম্ভাবনা দেখছেন ভূতত্ত্ববিদরা। এর ফলে দার্জিলিং, শিলিগুড়ি, পাটনার মতো একাধিক শহরে কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ২.৩৫ নাগাদ নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৬৫ কিলোমিটার পূর্বে সিন্ধুপালচক এলাকায় তীব্র কম্পন (Earthquake) অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল সিন্ধুপালচকের কোডারি এলাকায়। যেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১-এর মত তীব্র।
আরও পড়ুন- কং উপমুখ্যমন্ত্রী কি বিজেপির দিকে পা বাড়াচ্ছেন? জল্পনা
নেপালের পাশাপাশি বিহারের পাটনা, বাংলার শিলিগুড়ি এলাকাতেও মধ্যরাতে কম্পন অনুভূত হয়। তবে এই কম্পনের মাত্রা বিভিন্ন যন্ত্রে বিভিন্ন দেখা গিয়েছে। জার্মান ভূকম্প পরিমাপক যন্ত্রে কম্পনের মাত্রা ৫.৬। আবার ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির যন্ত্রে কম্পনের মাত্রা ৫.৫।
নেপাল থেকে ভারতের গাঙ্গেয় উপত্যকা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভব হওয়া এবং তার মাত্রা ৬.১ থেকে ৫.৫ পর্যন্ত হওয়ায় ভূতত্ত্ববিদদের অনুমান ভূমিকম্প বৃহস্পতিবার রাতে একবার নয়, বেশ কয়েকবার হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল নেপালে বহু বাড়িতে ফাটল দেখা দেয়। মধ্যরাতে বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রায় একই পরিস্থিতি বিহারের পাটনা সহ বেশ কিছু এলাকাতে। সেখানেও বাড়ি ও রাস্তায় ফাটল দেখা গিয়েছে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…