ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায়, সুনামি জাপানে

Must read

পুতিনের দেশে জোরালো ভূমিকম্প (earthquake), রিখটার স্কেলে তীব্রতা প্রায় ৮.৮! বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ জুড়ে কম্পন অনুভূত হয়। এরপরই আছড়ে পড়েছে সুনামি। জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও প্রায় ৪ মিটার পর্যন্ত উঁচু ঢেউ। সতর্কতা জারি করা হয়েছে আমেরিকা-সহ প্রশান্ত মহাসাগরের আশপাশের বেশ কয়েকটি দেশেও। মার্কিন আবহাওয়া সংস্থা USGS জানিয়েছে, রাশিয়ার ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯.৩ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রাশিয়ার ভূমিকম্পের (earthquake) তীব্রতা এতটাই বেশি ছিল যে উপকূলবর্তী এলাকা, উত্তর-পশ্চিম হাওয়াই দীপপুঞ্জ ও কামচাটকা অঞ্চলের কিছু অংশে ৩-৪ মিটার উঁচু ঢেউ-সহ সুনামি লক্ষ্য করা গিয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ভূমিকম্পের বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জাগো বাংলা)। জানা গিয়েছে, তীব্র কম্পনের জেরে বহু মানুষ বাড়ি খালি করে রাস্তায় নেমে আসেন। অনেক বাড়িতে আলমারি উলটে পড়ে, আয়না ভেঙে যায়, ঘর-বারান্দা কেঁপে ওঠে। শহরে বিদ্যুৎ চলে যায় এবং মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে যাওয়ার খবর মিলেছে।

আরও পড়ুন-বৃষ্টি-বন্যায় বিধ্বস্ত বেজিংয়ে মৃত বেড়ে ৩৮

রাশিয়ার কম্পনের জেরে ইতিমধ্যেই জাপানের উপকূলবর্তী এলাকার কিছু এলাকায়ও সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন। আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার ইতিমধ্যেই আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জের জন্য সরাসরি সুনামি সতর্কতা জারি করেছে। নজরদারি বাড়ানো হয়েছে ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন ও হাওয়াইয়ের পশ্চিম উপকূলেও।

Latest article