কাশ্মীরে মৃদু ভূমিকম্প

প্রসঙ্গত শুক্রবার আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়।

Must read

মঙ্গলবার রাত ১১:৪৬ মিনিটে মাঝারি তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় কাশ্মীর (Kashmir) উপত্যকায়। সূত্রের খবর, উপত্যকার অনেক জায়গায় কম্পন অনুভূত হয়েছে, তবে প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন-পান্ডুয়ায় গদ্দারকে ধুয়ে দিলেন সাংসদ রচনা

প্রসঙ্গত শুক্রবার আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়। এর ফলে জম্মু ও কাশ্মীরেরও বেশ কয়েকটি অংশে কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার বিকেল ৫.৪৫ মিনিটে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের কাছে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয় বলে জানা গিয়েছিল। তবে, তাৎক্ষণিকভাবে কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতি, আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু মানুষ আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং গত মাসের ভয়াবহ ভূমিকম্পের খারাপ স্মৃতি এখনও মানুষের মনে রীতিমত তরতাজা। ৪ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে ৬.২ মাত্রার একটি ভূমিকম্পের ফলে ২,২০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

উল্লেখ্য, গত মাসের ভয়াবহ ভূমিকম্পে, একাধিক গ্রাম মাটির নিচে তলিয়ে যায়। বেশিরভাগ মাটির এবং কাঠের তৈরি বাড়ির ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে।

Latest article