প্রতিবেদন : প্রথম ম্যাচেই বিদেশিহীন ডেম্পোর বিরুদ্ধে হোঁচট খেতে হয়েছে। মঙ্গলবার সুপার কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। যারা প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে হেরেছে। সেমিফাইনালের আশা জিইয়ে রাখার জন্য এই ম্যাচটা জিততেই হবে লাল-হলুদকে। পয়েন্ট নষ্ট মানেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। ডেম্পোর মতো চেন্নাইয়িনেও কোনও বিদেশি নেই। তাতেও অবশ্য স্বস্তি ফিরছে না লাল-হলুদ শিবিরে।
অস্কার ব্রুজোও রীতিমতো চাপে রয়েছেন। সুপার কাপে দল ব্যর্থ হলে, তাঁর চাকরি নিয়েও টানাটানি শুরু হবে। সোমবার প্র্যাকটিসের পর ইস্টবেঙ্গল কোচ বলেন, চেন্নাইয়িন ম্যাচটা আমাদের কাছে ডু অর ডাই। প্রথম ম্যাচ ড্র করলেও আমরা কিন্তু সেদিন যথেষ্ট ভাল খেলেছি। গোটা ম্যাচে আমাদেরই প্রাধান্য ছিল। কিন্তু মনঃসংযোগের অভাব আমাদের ডুবিয়েছে। চেন্নাইয়িন ম্যাচে এই ভুল করলে চলবে না। পুরো ৯০ মিনিটই মনঃসংযোগ ধরে রাখতে হবে।
আরও পড়ুন-পুজো মিটতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু জোরকদমে
গত বছরের এএফসি চ্যালেঞ্জ লিগের প্রসঙ্গ টেনে অস্কার আরও বলেছেন, এএফসি চ্যালেঞ্জ কাপেও আমাদের শুরুটা ভাল হয়নি। ম্যাচটা ড্র হয়েছিল। কিন্তু পরের ম্যাচগুলোয় আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। আমি ফুটবলারদেরও সেটা বুঝিয়েছি। এছাড়া ২০১০ বিশ্বকাপে স্পেন প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল স্পেনই। আমাদেরও তেমন নির্ভুল ফুটবল খেলতে হবে।
তিন পয়েন্টের জন্য মরিয়া ইস্টবেঙ্গলের প্রথম এগারোতে একাধিক বদল হচ্ছে। গোলে ফিরছেন প্রভসুখন গিল। ব্রাজিলীয় প্লে-মেকার মিগুয়েলকেও শুরু থেকে মাঠে নামানোর জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মাঝমাঠে তিন বিদেশি নিয়ে শুরু করবে ইস্টবেঙ্গল।
পাশাপাশি জোড়া স্ট্রাইকারের বদলে এক স্ট্রাইকার দিয়ে ম্যাচ শুরু করতে পারেন অস্কার। সেক্ষেত্রে শুরু করবেন হামিদ। ম্যাচের পরিস্থিতি বুঝে পরিবর্ত হিসাবে মাঠে নামতে পারেন হিরোশি।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…