সেলিস জাদুতে জয়ের হ্যাটট্রিক

ইস্টবেঙ্গল ২ হায়দরাবাদ ০ (মনোজ আত্মঘাতী, মেসি)

Must read

অনির্বাণ দাস: ম্যাচের বয়স তখন ৫৮ মিনিট। গোলের জন্য মরিয়া অস্কার ব্রুজো হেক্টর ইউস্তেকে তুলে নিয়ে মাঠে নামিয়ে দিলেন রিচার্ড সেলিসকে। আর স্প্যানিশ কোচের এই মোক্ষম চালেই আইএসএলের ইতিহাসে প্রথমবারের মতো জয়ের হ্যাটট্রিকের স্বাদ পেল লাল-হলুদ (East Bengal)।
সেলিস মাঠে নেমে ম্যাচের রংটাই পাল্টে দিলেন। নিজে গোল পেলেন না ঠিকই। কিন্তু তিনি নামার পরেই ইস্টবেঙ্গলের খেলায় ঝাঁজ ফিরে এল। যা সেলিস মাঠে নামার আগে অদৃশ্য ছিল। বাঁ দিক থেকে একের পর এক আক্রমণ শানিয়ে হায়দরাবাদ রক্ষণকে নড়িয়ে দিলেন ভেনেজুয়েলা জাতীয় দলের হয়ে গোটা চারেক ম্যাচ খেলা সেলিস।
৮৬ মিনিটে অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। কর্নার থেকে বল তুলেছিলেন সেলিস। সেই বলে ডেভিডের মাথা আলতো করে ছুঁয়ে হায়দরাবাদের ডিফেন্ডার মনোজ মহম্মদের মাথা ছুঁয়ে জালে জড়িয়ে যায়। মজার কথা, প্রথম লেগে এই মনোজের শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছিল ইস্টবেঙ্গলের। ৯৪ মিনিটে একক দক্ষতায় দুরন্ত গোল মেসি বাউলির। এদিন গোটা ম্যাচে অসম্ভব পরিশ্রম করেছেন ক্যামেরুনের স্ট্রাইকার। গোলের জন্য মরিয়া ছিলেন। বার দুয়েক তাঁর শট বারের উপর দিয়ে উড়ে গেল। একবার তো পোস্ট বাধা হল নিশ্চিত গোলের। তবে শেষ মুহূর্তে গোলের দেখা পেলেন মেসি, ম্যাচের সেরাও হলেন। তবে এই পুরস্কারটা কিন্তু সেলিসের প্রাপ্য ছিল।

আরও পড়ুন- ৩ মার্চ শুরু উচ্চমাধ্যমিক, বাড়ল মহিলা পরীক্ষার্থী

এর আগে অবশ্য প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। অস্কারের ফুটবলারদের দেখে মনে হচ্ছিল এই প্রথমবার একসঙ্গে খেলতে নেমেছেন! হায়দরাবাদের দ্রুতগতির সামনে রীতিমতো অসহায় দেখিয়েছে লাল-হলুদ রক্ষণকে। চাপের মুখে একের পর এক ভুল করেছেন লালচুননুঙ্গা, হেক্টর, রাকিপরা। হায়দরাবাদের বিদেশি উইঙ্গার এডমিলসন তো টানা চাপে রেখেছিলেন রাইট ব্যাক রাকিপকে। ভাগ্য ভাল আনোয়ার আলি সতর্ক ছিলেন। বিরতির আগে ইস্টবেঙ্গলের সুযোগ বলতে মাত্র একটি। বক্সের মধ্যে সুবিধেজনক জায়গায় বল পেয়েও শট নিতে দেরি করে তা নষ্ট করেন দিয়ামানতাকোস। বরং হায়দরাবাদ দুটো গোল করে দিলে কিছু বলার ছিল না।
এদিনের জয়ের পর ২২ ম্যাচে ২৭ পয়েন্ট হল আট নম্বরে থাকা ইস্টবেঙ্গলের। যা আইএসএলের ইতিহাসে ক্লাবের সর্বোচ্চ পয়েন্ট। একই সঙ্গে সুপার সিক্সের আশা জিইয়ে রাখলেন অস্কারের ফুটবলাররা।

Latest article