খেলা

জয়ের খিদে বেশি দেখলাম অস্কারের দলের

মানস ভট্টাচার্য
রবিবাসরীয় বড় ম্যাচে দুটো বিষয়ে মোহনবাগানকে টেক্কা দিল ইস্টবেঙ্গল (east bengal vs mohun bagan match)। এক—ফিটনেস। দুই—মরিয়া মানসিকতা। এক কথায়, জেতার খিদেটা অস্কার ব্রুজোর ফুটবলারদের মধ্যে যতটা দেখতে পেলাম, ততটা জোসে মোলিনার ছাত্রদের কাছ থেকে পেলাম না।

খুব উঁচু মানের ফুটবল না হলেও, বেশ একটা উপভোগ্য ম্যাচের সাক্ষী রইলাম। একটা বিষয় ভাল লেগেছে, সেটা হল দুই কোচের ইতিবাচক মানসিকতা। আর ম্যাচের টার্নিং পয়েন্ট আমার কাছে হামিদ আহদাদের চোট। ও চোট পেয়ে মাঠ না ছাড়লে, দিয়ামানতাকোস খেলার সুযোগ পেত না। জোড়া গোল করে ম্যাচের নায়কও বনে যেত না।
প্রথমার্ধে মোহনবাগান খুব সফট ফুটবল (east bengal vs mohun bagan match) খেলেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের ফুটবলাররা রীতিমতো পাওয়ার ফুটবল খেলেছে। অস্কারের ছেলেরা এক ইঞ্চিও জমি ছাড়ছিল না। মোহনবাগানের ফুটবলারদের পায়ে বল পড়লেই কড়া ট্যাকল করেছে। মাঠের প্রতিটি জায়গায় ইস্টবেঙ্গলের ফুটবলারদের দেখা গিয়েছে। যেটা মোহনবাগান পারেনি। ফলে বল পজেশনেও এগিয়ে ছিল লাল-হলুদ।
ইস্টবেঙ্গলের আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিল্লে তো অনবদ্য খেলেছে। জেমি ম্যাকলারেনকে বোতলবন্দি করে রেখেছিল কেভিন। পরিষ্কার ফুটবল খেলে ছেলেটা। এতটাই ক্লোজ মার্কিংয়ে রেখেছিল যে, ম্যাকলারেন সেভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারেনি। পাল্লা দিয়ে ভাল খেলেছে আনোয়ার এবং নুঙ্গাও। অস্কারের টিম ফিটনেস অনেকটাই এগিয়ে। দলের প্রতিটি ফুটবলার খুব দ্রুত নড়াচড়া করছে। মাঝমাঠের লড়াইয়েও টেক্কা দিয়েছে প্রতিপক্ষকে। অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহালরা বল ধরলেই তা কাড়ার জন্য এগিয়ে এসেছে ক্রেসপোরা। মিগুয়েলের মতো অ্যাটাকিং মিডিও নেমে এসে রক্ষণকে সাহায্য করেছে। উইং দিয়ে লিস্টনের দৌড় মোহনবাগানের সেরা অস্ত্র। কিন্তু এই ম্যাচে একটা দুর্দান্ত ফ্রি-কিক ছাড়া লিস্টনের কাছ থেকে আর কিছুই পেলাম না।

আরও পড়ুন-অর্থাভাবে থেমে থাকবে না মেধা, ৪০ জনকে বৃন্দাবন মাতৃমন্দির স্কলারশিপ

দিয়ামানতাকোসের দ্বিতীয় গোলের সময় তো ওর ধারেকাছে মোহনবাগানের দুই স্টপারকে দেখতে পেলাম না! এতটা ফাঁকা জায়গা দিলে স্ট্রাইকাররা তো গোল করবেই। দ্বিতীয়ার্ধে কামিন্স নামার পর মোহনবাগান অবশ্য অনেক ভাল খেলেছে। দু’গোলে এগিয়ে যাওয়ার পর, ইস্টবেঙ্গল কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়েছিল। সেই সুযোগে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল মোলিনার ফুটবলাররা। অনিরুদ্ধ থাপার গোলে সমতা ফেরানোর পর মনে হয়েছিল, ম্যাচটা ড্র করতে ফেলতে পারে মোহনবাগান। তবে ইস্টবেঙ্গলের রক্ষণ আগাগোড়া জমাট ফুটবল খেলে তা রুখে দিয়েছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago