প্রতিবেদন: দুই প্রধান নিয়ে বাঙালির আবেগটাই কি আর নেই? সমর্থকদের যাবতীয় বিপ্লব কি শুধু সোশ্যাল মিডিয়ার ওয়ালে? দেশের সেরা লিগে যুবভারতীতে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের ম্যাচ থাকলে এখন গ্যালারিতে দেখা যায় হাতে গোনা কয়েকজন সমর্থক। প্রিয় দলের পারফরম্যান্স যত খারাপই হোক, কয়েক বছর আগেও যা কল্পনা করা যেত না।
মাত্র হাজার তিন-চারেক দর্শকের উপস্থিতিতে বুধবার যুবভারতীতে আরও একটা ম্যাচ খেলল ইস্টবেঙ্গল। আগের ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে এদিন লিগের লাস্ট বয় নর্থইস্ট ইউনাইটেডের (East Bengal- NorthEast United) বিরুদ্ধে মাঠে নেমেছিল লাল-হলুদ। কিন্তু ক্লেটন সিলভার জোড়া গোল, জ্যাক জার্ভিসের অ্যাক্রোব্যাটিক ভলিতে বল জালে জড়ানোর পরেও টানা দুই ম্যাচে জয় অধরা থাকল। দু’বার এগিয়ে থেকেও সেই রক্ষণের ভুলে জয় হাতছাড়া করল ইস্টবেঙ্গল। খেলার ফল ৩-৩। প্রাপ্তি মাত্র এক পয়েন্ট। চলতি আইএসএলে প্রথম ড্র করল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৯ নম্বরেই ইস্টবেঙ্গল।
আরও পড়ুন-ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আলিঙ্গন! মোদি সরকারের বিজ্ঞপ্তিতে টিপ্পনির ঝড়
দলের ব্যর্থতার মধ্যেও লাল-হলুদের ভরসা হয়ে ওঠা ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটনের নামের পাশে চলতি লিগে এক ডজন গোল। আইএসএলে আপাতত সর্বোচ্চ গোলদাতা তিনি। এদিন যুবভারতীতে বিদ্যুৎ বিভ্রাট হয়। ফ্লাডলাইটের কয়েকটি আলো নিভে যায়। তবে ম্যাচে তার প্রভাব পড়েনি। আর ইস্টবেঙ্গলে এদিনও আঁধার নামতে দেননি ক্লেটন।
নর্থইস্টের (East Bengal- NorthEast United) শুরুর ঝাঁকুনি সামলে মিনিট দশেকের মধ্যে খেলায় ফেরে লাল-হলুদ। ১০ মিনিটের মাথায় জেরির মাপা সেন্টার থেকে হেডে অনবদ্য গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন ক্লেটন। কিন্তু লাল-হলুদ উৎসব স্থায়ী হয়নি। মাত্র দু’মিনিটের মধ্যে জোড়া গোল করে এগিয়ে যায় নর্থইস্ট। গোল করেন পার্থিব গোগুই ও জিথিন এমএস। বিরতির আগেই অবশ্য ম্যাচে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। জার্ভিস দুর্দান্ত অ্যাক্রোব্যাটিক ভলিতে গোল করেন। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে ফের (৩-২) এগিয়ে দেন ক্লেটন। রক্ষণের ব্যর্থতায় এই গোলও ধরে রাখতে পারেনি তারা। ৮৫ মিনিটে নর্থইস্টের হয়ে গোলশোধ পরিবর্ত ইমরান খানের।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…