নায়ক গুইতে, লিগে বিধ্বংসী ইস্টবেঙ্গল

Must read

প্রতিবেদন : দাপটে কলকাতা লিগের সুপার সিক্স অভিযান শুরু করল ইস্টবেঙ্গল (east bengal)। প্রতিপক্ষ ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে লিগের খেতাবি লড়াইয়ে এগোল মশালবাহিনী। এদিনই চলতি মরশুমে প্রথমবার নিজেদের মাঠে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এতদিন পর ময়দানে লিগের ম্যাচ ফিরলেও ভরা গ্যালারি দেখা যায়নি। তবে যাঁরা মাঠে ছিলেন তাঁরা প্রিয় দলের দাপুটে জয় উপভোগ করেন। ইস্টবেঙ্গল প্রচুর গোলের সুযোগ নষ্ট না করলে ইউনাইটেড কলকাতার লজ্জা আরও বাড়ত। লাল-হলুদের তিন গোলদাতা নাসিব রহমান, পি ভি বিষ্ণু ও ভানলালপেকা গুইতে। চোট ও কার্ড সমস্যায় সৌভিক চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়রা না থাকলেও ইস্টবেঙ্গলের জয় পেতে সমস্যা হয়নি।

আরও পড়ুন-সেরা সম্মান, আপ্লুত রোনাল্ডো

দ্বিতীয়ার্ধের শুরুতে মিজো মিডফিল্ডার গুইতে মাঠে নামার পরই ইস্টবেঙ্গলের আক্রমণে ঝাঁজ বাড়ে। নিজে একটি গোলও করেন। তার আগে শুরু থেকে ম্যাচের রাশ হাতে রেখেও গোলের লকগেট খুলতে পারেনি ইস্টবেঙ্গল (east bengal)। ডেভিডের পাস থেকে একা গোলকিপারকে পেয়েও গোল করতে পারেননি বিষ্ণু। সহজ সুযোগ নষ্ট করেন আমন সিকে। ইউনাইটেড কলকাতার সমীর বায়েনও সুযোগ নষ্ট করেন। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে নাসিবের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে দাপট অব্যাহত রাখে বিনো জর্জের ছেলেরা। গুইতে নামার পর ইস্টবেঙ্গল ফেরে চেনা ছন্দে। ৪৮ মিনিটে ফ্রি-কিক থেকে বিশ্বমানের গোলে ব্যবধান দ্বিগুণ করে লাল-হলুদ। এরপর শুধুই লাল-হলুদ ঝড়। ৬৮ মিনিটে গুইতের গোলে ৩-০। কোচ বিনো বললেন, ডায়মন্ড হারবারের বিরুদ্ধে খেলার আরও উন্নতি দরকার। এদিকে, ইস্টবেঙ্গল মাঠের ফ্লাডলাইটের তার চুরি হওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্লাব।

Latest article